Foreign Trip: লাখ লাখ টাকা খরচ করে কেন যাবেন বিদেশ! ৫০ হাজার টাকার খরচেই ভারতের এই জায়গা রয়েছে বিদেশের ছোঁয়া

Prosun Kanti Das

Published on:

All these places in India will give you the feeling of traveling abroad for a small amount of money: পড়ে গিয়েছে গ্রীষ্মের ছুটি। তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে অনেকেই হয়তো প্ল্যান করেছেন বিদেশ ভ্রমণের। যদি দেশের মধ্যেই থাকে বিদেশ ভ্রমণের জায়গা তাহলে কি দরকার লাখ লাখ টাকা খরচ করে বিদেশ যাওয়ার (Foreign Trip)। হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি। ভারতে রয়েছে গরমে ঠান্ডা অনুভব করার ৪ জায়গা। যা জলজ্যান্ত বিদেশের উদাহরণ। গেলে মনেই হবে না আপনি দেশে রয়েছেন। সব মিলিয়ে খরচ রয়েছে ৫০ হাজারের মধ্যে। বেঁচে যেতে পারে শপিংয়ের টাকাও। দেশের কোথায় রয়েছে বিদেশ সমান ৪ জায়গা। রইলো তালিকা।

পেলিং, সিকিম

গ্রীষ্ম ঋতুতে দেশের মধ্যে বিদেশ ভ্রমণের (Foreign Trip) অনুভুতি পেতে অন্যতম জায়গা হল পেলিং। যা সিকিমের পশ্চিম অংশে অবস্থিত। যেখানে অবস্থান করছে কাঞ্চনজঙ্ঘা। বলা যায় কাঞ্চনজঙ্গার পাদদেশেই অবস্থান করছে পেলিং। এখানকার দেখার মতো দৃশ্য হলো চেনরেজিগ স্ট্যামচুক, যা ১৩৭ ফুট লম্বা এবং কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত। যা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে হবে। মে-জুন মাসে তাপমাত্রা এখানকার ১৭ ডিগ্রির মধ্যে থাকে। ফলে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ সময় এটি। খরচও খুব একটা নয়। ৩০ হাজারের মধ্যে দুজনের থাকা, খাওয়া, যাতায়াত সমস্ত কিছু হয়ে যাবে।

কুর্গ এবং চিক্কামগালুরু, কর্ণাটক

যদি দম্পতিদের ঘুরতে যাওয়ার বাজেট থাকে ৩৫ হাজারের মধ্যে তাহলে যেতে পারেন কুর্গ এবং চিক্কামগালুরুতে। যেখানকার প্রাকৃতিক দৃশ্য এবং মনোরম আবহাওয়া যে কাউকে ঘায়েল করতে ওস্তাদ। বিশ্বের ছুটি কাটানোর অন্যতম জায়গা হল কর্নাটকের কুর্গ এবং চিক্কামগালুরু। মে-জুন মাসে এখানে বহু পর্যটকদের ভিড় দেখা যায়। এই সময় এখানকার তাপমাত্রা থাকে ১৭ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কুর্গ শহরের প্রাকৃতিক দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যার কারণে এই শহরকে ভারতের স্কটল্যান্ড নামে নামাঙ্কিত করা হয়।

আরও পড়ুন ? Bharat Gaurav Train From WB: আরও সহজে, আরও কমে হবে রামলালা দর্শন! ট্রেনে চড়া যাবে বাংলার এই ৩ স্টেশন থেকে

লেহ, লাদাখ

গ্রীষ্মের তীব্র গরম থেকে মুক্ত হতে ছুটে যান দেশের অন্যতম স্থান লেহ লাদাখে। যেখানকার অপূর্ব উপত্যকা, বরফ আপনার মনকে পরিবর্তন করে দেবে। আপনি বুঝতেই পারবেন না যে ভারতে আছেন নাকি কোনো বিদেশে রয়েছেন। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এখানকার আবহাওয়া থাকে তীব্র ঠান্ডা। এই সময় ভারতের বেশ কিছু জায়গায় যখন দাবদাহ চলে তখন জম্মু-কাশ্মীরে অবস্থিত লেহ লাদাখে তাপমাত্রা থাকে ১০°। তবে এই জায়গার অসাধারণ দৃশ্য দেখে মনে হবে বাজেট হয়তো অনেকটাই। কিন্তু না, দুইজনের যাতায়াত, থাকা-খাওয়া সমস্ত কিছু মিলিয়ে খরচা পড়বে ৪০০০০ টাকার কাছাকাছি।

দার্জিলিং, পশ্চিমবঙ্গ

গ্রীষ্মের ছুটিতে ঘুরতে যাওয়ার অন্যতম স্থান হলো দার্জিলিং। গ্রীষ্মের সময় শীতল পরিবেশে ছুটি কাটানোর আদর্শস্থান এটি। বর্তমান সময়ে ছুটি পেলেই পর্যটকরা ছুটে যান দার্জিলিঙে। যেখানকার আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলি পর্যটকদের কাছে আকর্ষণীয়। যেন মনে হবে স্বর্গ দুয়ারে চলে এসেছে। মে-জুন মাসে ঘুরতে যাওয়ার জন্য মনোরম জায়গা এটি। এই সময় এখানকার আবহাওয়া থাকে মাঝামাঝি। খুব গরমও নয়, খুব ঠান্ডাও নয়। তামমাত্রা অবস্থান করে ১৭ ডিগ্রির মধ্যে। বাজেটও খুব বেশি নয়। দুইজনের ভালো থাকা-খাওয়া, পরিবহন সবকিছু মিলিয়ে বাজেট রয়েছে ৩০ হাজার মধ্যে।