Insurance Rules Change: LIC থেকে Tata, বদলে যাচ্ছে সব ইন্স্যুরেন্সের নিয়ম, সুবিধা বাড়বে গ্রাহকদের

নিজস্ব প্রতিবেদন : এখনকার দিনে অধিকাংশ মানুষই কোনো না কোনো বিমা (Insurance) করান তাদের সুরক্ষার জন্য। সে জীবন বীমা হোক অথবা স্বাস্থ্য বীমা। এছাড়াও রয়েছে গাড়ি-বাড়ি সহ বিভিন্ন ক্ষেত্রের বীমা। জীবন বীমার কথা বললে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি-র বিকল্প ভারতে নেই বললেই চলে, আবার অন্যান্য বিমার ক্ষেত্রে এগিয়ে রয়েছে অন্যান্য বিভিন্ন সংস্থা।

তবে এলআইসি হোক অথবা টাটাদের কোন বীমা সংস্থা, বা অন্য কোন সংস্থার কোন বীমা, সব ক্ষেত্রেই এবার নিয়মে বদল আনছে কেন্দ্র সরকার। আগামী ১ এপ্রিল থেকে এই বদল (Insurance Rules Change) আসতে চলেছে। কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন যে বদল আনা হচ্ছে সেই বদল অনুযায়ী গ্রাহকরা অনেক বেশি সুবিধা পাবেন।

কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন যে নিয়ম আনার কথা বলা হয়েছে সেই নিয়ম অনুযায়ী আগামী মাস থেকে প্রত্যেক বীমার বীমা অ্যাকাউন্ট ডিজিটাল হবে। নতুন নিয়ম অনুসারে সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর আর গ্রাহকদের বিমার কাগজপত্র নিয়ে চিন্তা করতে হবে না। কেননা এরপর আর গ্রাহকদের যত্ন করে বীমার কাগজপত্র গুছিয়ে রাখার প্রয়োজন হবে না। ডিজিটাল পদ্ধতি চালু হলে সমস্ত কিছু ডিজিটাল উপায়ে পাওয়া যাবে।

আরও পড়ুন 👉 PM Shri School: বদলে যাবে পঠন-পাঠন পদ্ধতি, চালু হবে পিএমশ্রী স্কুল! পরিকাঠামো দেখে লজ্জা পাবে হাজার হাজার প্রাইভেট স্কুল

কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন যে নিয়ম জারি করা হতে চলেছে সেটি হল প্রটেকশন অফ পলিসি হোল্ডার ইন্টারেস্ট রেগুলেশন ২০২৪। এই আইনের মধ্য দিয়েই এবার প্রত্যেক বীমা হোল্ডারের অনলাইন অ্যাকাউন্ট করবে কেন্দ্র। যেখানে একজন বিমা হোল্ডারের সমস্ত বিমা সংক্রান্ত কাগজপত্র নিরাপদে ডিজিটাল আকারে সঞ্চিত থাকবে। সেখান থেকেই গ্রাহকরা সমস্ত কিছু দেখতে পাবেন ডিজিটাল আকারে এবং প্রয়োজনে তা ব্যবহার করতেও পারবেন।

নতুন এই নিয়ম জারি হওয়ার ফলে গ্রাহকদের আর বিমার কাগজপত্র সুরক্ষিতভাবে রাখার চিন্তা থাকবে না। পাশাপাশি বিমার কাগজপত্র, দলিল ইত্যাদি যদি হারিয়েও যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলেও বীমা হোল্ডারদের কোনরকম চিন্তা করতে হবে না। কেবলমাত্র নিজেদের পলিসি নম্বর অথবা লিংক থাকা মোবাইল নম্বর, আধার নম্বর ইত্যাদির মাধ্যমে সমস্ত তথ্য বেরিয়ে আসবে। এছাড়াও এই পদ্ধতিতে গ্রাহকদের টাকা দেওয়ার তারিখ ইত্যাদি হবে তাও জানা যাবে খুব সহজে।