বিধানসভার পিএসি-র চেয়ারম্যান পদ নিয়ে কেন এত টানাপোড়েন, গুরুত্ব কতটা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পিএসি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটি বিধানসভা হোক অথবা সংসদ সব ক্ষেত্রেই এই কমিটি থাকে। তবে এই কমিটি নিয়ে সেভাবে কিছু শোনা যায় না। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভায় এই কমিটি নিয়ে তৃণমূল-বিজেপি টানাপোড়েনের কারণে তা সকলের চক্ষুগোচর হয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এই কমিটির চেয়ারম্যান হয়েছেন মুকুল রায়। এই কমিটির চেয়ারম্যান পদ নিয়ে প্রথম থেকেই টানাপোড়েন চলছিল, এমনকি চেয়ারম্যান পদ ঘোষণার পরেও টানাপোড়েন অব্যাহত রয়েছে।

Advertisements

Advertisements

এই কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়কে বসানোর পর বিজেপির তরফে তার তীব্র বিরোধিতা করা হয়েছে। শাসক দল এবং বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন রীতি মেনেই এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে বসানো হয়েছে মুকুল রায়কে। বিধানসভায় এই কমিটি ছাড়াও আরও কয়েক ডজন কমিটি রয়েছে। কিন্তু প্রশ্ন হলো কেন কেবলমাত্র এই কমিটির পিছনেই পড়ে রয়েছে শাসক দল এবং বিরোধী দল। এই কমিটি এবং এই কমিটির চেয়ারম্যান পদের গুরুত্ব কতটা?

Advertisements

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই কমিটি নজরদারির কাজ করে থাকে। সরকারের কাজে নজরদারি করা হলো এই কমিটির কাজ। সরকারের নীতিতে কোথাও ত্রুটি অথবা দুর্নীতি রয়েছে কিনা তার উপর নজরদারি চালিয়ে এই কমিটি তার সামনে আনে। মূলত এই নজরদারি চালানোর জন্যই এই কমিটি গঠন করা হয়। যে কারনেই এই কমিটির মাথা হিসাবে রাখা হয় বিরোধী দলের কোনো নেতাকে। যাতে করে সরকারের কোন ভুলত্রুটি অথবা দুর্নীতি যেন ধামাচাপা না পড়ে যায়।

আর এইসব কারণেই বিরোধী দল বিজেপি তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার এই কমিটির চেয়ারম্যান পদে বিজেপির কাউকে বসানোর দাবি তুলছেন। তবে শাসকদল মুকুল রায়কে এই কমিটির চেয়ারম্যান পদে বসিয়ে দাবি করেছে, তারা রীতি মেনেই কাজ করেছেন। কারণ মুকুল রায় তৃণমূলে যোগ দিলেও এখনো পর্যন্ত খাতায়-কলমে তিনি বিজেপি বিধায়ক।

Advertisements