Aadhaar alternate card: আধার কার্ড অতীত! এবার নতুন কার্ড দেবে রাজ্য, মিলবে এই সব সুবিধা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরে নতুন করে সবার সামনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড (Aadhaar card)। আধার কার্ড এমনিতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি, যে কার্ড না থাকলে সরকারি ভর্তুকি থেকে শুরু করে বিভিন্ন সুবিধা পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে নতুন করে আধার কার্ড আলোচনায় আসার মূল কারণ হলো, বাড়িতে বাড়িতে আধার বাতিলের নোটিশ পৌঁছে যাওয়া।

Advertisements

রাজ্যের বিভিন্ন জায়গার বাসিন্দাদের কাছে, বিশেষ করে বর্ধমানের বেশ কিছু এলাকার বাসিন্দাদের কাছে এই ধরনের নোটিশ পৌঁছে গিয়েছে। এমন নোটিশ পেয়ে তারা রীতিমতো আতঙ্কিত, কেননা এই নোটিশ দেওয়া হয়েছে ২৮ এ ধারায়। এই ধারায় নাগরিকত্ব খোয়াতে পারেন ওই সকল বাসিন্দারা। তবে এই ধরনের ঘটনায় ঐ সকল বাসিন্দাদের পাশে থাকতে একের পর এক বড় ঘোষণা করতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay)।

Advertisements

গত রবিবার সিউড়িতে একটি সরকারি প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার বাতিল হয়ে যাওয়া সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য একটি পোর্টাল চালু করার ঘোষণা করেন। যে পোর্টালে যাদের আধার বাতিল হয়ে যাচ্ছে তাদের অভিযোগ জানাতে হবে এবং তারপর রাজ্য সরকারের তরফ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও আধার বাতিল হলেও রেশন পরিষেবা যাতে অব্যাহত থাকে সেই নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Aadhaar Deactivation Notice: বাতিল আধার কার্ড, বাড়ি আসছে চিঠি! জানুন এবার কি করবেন

এসবের মধ্যেই সোমবার নবান্নে ফের এই আধার বিতর্ক তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে এই বিতর্ক তুলে তিনি জানান, গরিব মানুষের যাতে কোনো অসহযোগিতা বা অসুবিধা না হয় তার জন্য রাজ্য সরকার সব সময় ব্যবস্থা গ্রহণ করবে। পোর্টালে নাম নথিভূক্ত করুন আর আমরা যতটা সম্ভব সবার পাশে থাকবো। এরই সঙ্গে সঙ্গে তিনি জানান, আধার বাতিল হলে বিকল্প কার্ড (Aadhaar alternate card) দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে।

রাজ্য সরকারের তরফ থেকে বিকল্প যে কার্ড দেওয়া হবে সেই কার্ডের মাধ্যমে নাগরিকত্ব রক্ষা করা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিকল্প কার্ড দেওয়ার ঘোষণার পাশাপাশি তিনি জানান, লক্ষ্মীর ভান্ডার, খাদ্য সাথী, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে সব সুবিধা পাওয়া যাবে। তিনি জানিয়েছেন এই সমস্ত কিছু রক্ষা করা তাদের কাজ।

Advertisements