GDP: আম্বানিরা দেশ ছাড়লে ভারতের GDP কমে যাবে ১০%, আদানি সহ বাকিরা ছাড়লে জানুন কত

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্ক: আম্বানি, আদানি সহ দেশের অন্যান্য যে সকল বড় বড় শিল্পপতিরা রয়েছেন তাদের মোট সম্পত্তিই ভারতের জিডিপিকে (GDP) অনেকটা ধরে রয়েছে। কেননা তাদের লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তির পাশাপাশি রোজগার দেশের জিডিপি বাড়িয়ে চলেছে। এক্ষেত্রে শুধুমাত্র আম্বানি পরিবার যদি ভারত ছাড়ে তাহলে ভারতের জিডিপি ১০% কমে যাবে। কেননা আম্বানি পরিবারের সম্পত্তি ভারতের জিডিপির ১০%।

Advertisements

বার্কলেজ-হুরুন ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী, পারিবারিক ব্যবসা এবং তার সম্পত্তির নিরিখে মার্চ মাসে ২০ তারিখ পর্যন্ত বহু প্রজন্মের পারিবারিক ব্যবসার নিরিখে সবার উপরে রয়েছে আম্বানি পরিবার। আবার প্রথম প্রজন্মের ব্যবসার নিরিখে এই তালিকায় প্রথম স্থানে রয়েছে আদানি পরিবার। তাদের যে সম্পত্তির হিসেব দেওয়া হয়েছে তা অবশ্য তাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট অর্থাৎ নগদ টাকা, সোনা, দানা ইত্যাদির বাইরে।

Advertisements

প্রাইভেট ইনভেস্টমেন্ট অর্থাৎ নিজেদের নগদ টাকা, সোনা দানা এসব ছাড়াই আম্বানি পরিবারের মোট সম্পত্তির পরিমাণ হল ২৫.৭৫ ট্রিলিয়ন টাকা। অন্যদিকে আদানি পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ১৫.৪৪ ট্রিলিয়ন টাকা। সবচেয়ে বড় বিষয় হলো আম্বানি ও আদানিদের পর এই তালিকায় যারা রয়েছেন তাদের সম্পত্তির পরিমাণ অনেক কম। আম্বানিদের থেকে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাজাজ পরিবারের সম্পত্তি প্রায় চার ভাগের একভাগ। তাদের সম্পত্তির পরিমাণ ৭.১৩ ট্রিলিয়ন টাকা। এই তালিকায় তৃতীয় স্থানে থাকা বিড়লা পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৫.৩৯ ট্রিলিয়ন টাকা।

Advertisements

আরও পড়ুন : Group Insurance: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের পকেটে ঢুকবে ২৫ হাজার টাকা, ঘোষণা সরকারের

ভারতের একাধিক প্রজন্মের ব্যবসায়িক ক্ষেত্রে বিপুল সম্পত্তি বানানো আম্বানি, বাজাজ এবং বিড়লা পরিবারের মোট সম্পত্তি একত্রিত করা হলে তা আবার সিঙ্গাপুরের জিডিপির সমান হয়ে দাঁড়ায়। সিঙ্গাপুরের জিডিপি ৪৬০ বিলিয়ন ইউএস ডলার। ভারতের আম্বানি, বাজাজ ও বিড়লা পরিবারের মোট সম্পত্তির হিসেব যা দাঁড়াচ্ছে তাতে তা ৪৬০ বিলিয়ন ইউএস ডলারের সমান।

আম্বানি, বাজাজ ও বিড়লাদের তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে যে পরিবার রয়েছে তারা হলো জিন্দাল ও নাদার পরিবার। জিন্দাল পরিবারের মোট সম্পত্তি ৪.৭১ ট্রিলিয়ন টাকা এবং নাদার পরিবারের মোট সম্পত্তি ৪.৩০ ট্রিলিয়ন টাকা। অন্যদিকে আদানিদের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পুনাওয়ালা পরিবার ও দিবি পরিবার। পুনাওয়ালা পরিবার সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার জন্য বিখ্যাত। সুতরাং এই সকল ব্যবসায়ীদের সম্পত্তি ভারতের জিডিপি কতটা ধরে রেখেছে তা বলাই বাহুল্য।

Advertisements