America is again in the list of Most Powerful Military Countries: সম্প্রতি ওয়ার্ল্ড ইনডেক্সের তরফ থেকে বিশ্বের সামরিক দিক থেকে শক্তিশালী দেশগুলির (Most Powerful Military Countries) একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকা অনুসারে দেখা যাচ্ছে প্রথম দশের স্থান করে নিয়েছে আমেরিকা। প্রথম দশের তালিকায় স্থান হয়েছে ভারত এবং পাকিস্তানেরও। তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে আমাদের দেশ ভারত এবং নবম স্থান অধিকার করেছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। শক্তিশালী দেশগুলির তালিকার পাশাপাশি কম শক্তিশালী দেশের তালিকাও প্রকাশ করা হয়েছে। সেই তালিকার শীর্ষে রয়েছে ভারতের আর এক প্রতিবেশী রাষ্ট্র ভুটান।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য তৎপর হয়ে উঠেছে। যে দেশ নিজের পারমাণবিক শক্তি বেশি বৃদ্ধি করতে পারছে তাদেরকেই সবথেকে বেশি শক্তিশালী দেশ (Most Powerful Military Countries) হিসেবে চিহ্নিত করা হচ্ছে। কোনো দেশের জল, স্থল এবং বিমান বাহিনীর সামরিক শক্তি হিসেবেও সেই দেশের সামরিক ক্ষমতা নির্ধারণ করা হয়েছে। ওয়ার্ল্ড ইনডেক্স এই সমস্ত কিছু বিচার করেই সমরিক শক্তি সম্পন্ন দেশগুলির তালিকা প্রকাশ করে প্রতি বছর। সেই অনুযায়ী উক্ত তালিকাটি প্রকাশ করা হয়েছে ২০২৩ সালের সামরিক শক্তির বিচারে।
বিশ্বের মোট ১৪৫ টি দেশের উপর সমীক্ষা চালিয়েছিল ওয়ার্ল্ড ইনডেক্স। সেনা সংখ্যা থেকে শুরু করে সামরিক সরঞ্জাম, আর্থিক স্থিতিশীলতা ইত্যাদি সমস্ত কিছুর বিচার করে নির্ধারিত হয়েছে এই তালিকা। ওয়ার্ল্ড ইনডেক্স রিপোর্ট অনুসারে শীর্ষস্থানে থাকা আমেরিকার কাছে আছে ১৩ হাজারের বেশি যুদ্ধবিমান এবং ৯৮৩টি সামরিক কপ্টার। প্রযুক্তিগত অগ্রগতির দিক থেকে মহাকাশ এবং কম্পিউটারে বিশ্বব্যাপী নেতৃত্ব দেয় ওয়াশিংটন। এ কারণে সামরিক দিক থেকে তারা সব থেকে বেশি শক্তিশালী হিসাবে পরিগণিত হয়েছে।
সবথেকে বেশি শক্তিশালী দেশের (Most Powerful Military Countries) মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, তৃতীয় স্থান অধিকার করেছে চীন। চতুর্থ স্থানে রয়েছে আমাদের দেশ ভারত। প্রথম দশের তালিকায় একেবারে শেষে রয়েছে ইতালি। কম শক্তিশালী দেশে ভুটানের পরেই দ্বিতীয় স্থানে অবস্থান করছে মলদোভা, তৃতীয় সুরিনাম, চতুর্থ সোমালিয়া, পঞ্চম বেনিন, ষষ্ঠ লাইবেরিয়া, সপ্তম বেলিজ, অষ্টম সিয়েরা লিওন এবং নবম মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। কম শক্তিশালী দেশের একেবারে শেষে অবস্থান করছে আইসল্যান্ড।