কলকাতায় নাড্ডার কনভয়ে ‘হামলা’র ঘটনায় কড়া জবাব অমিত শাহের

নিজস্ব প্রতিবেদন : বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাংলা সফর ঘিরে তুলকালাম রাজ্য। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে যখন তিনি প্রচারে যান সে সময় তাঁর গাড়ি আটকে বেশ কয়েকজন বিক্ষোভ দেখান এবং কালো পতাকা দেখান। পাশাপাশি তাঁর কনভয়ে ‘হামলা’র ঘটনা ঘটে বলে অভিযোগ করে বিজেপি। আর এরপর পরিস্থিতি আরও বিগড়ে যায় বৃহস্পতিবার।

বৃহস্পতিবার জগৎ প্রকাশ নাড্ডা এবং বিজেপির অন্যান্য নেতাকর্মীরা যখন ডায়মন্ডহারবারে সভাস্থলে দিকে রওনা দিচ্ছেন ঠিক সেসময় কনভয় লক্ষ্য করে পাথর এবং লাঠি ছোড়া হয় বলে বিজেপির অভিযোগ। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়, নাড্ডার পথ আটকানোর জন্য শাসক দলের কর্মীরা ১০০ মিটার অন্তর অন্তর স্ট্রীট কর্নার মিটিং ডাকে। তারপরেই পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হয়। আর এই ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করে কড়া জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ এদিন ট্যুইট করে জানিয়েছেন, “বাংলায় আজ ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর যে ‘হামলা’র ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার যতটা বেশি নিন্দা করা যায় তাও কম হবে। এই ঘটনাকে কেন্দ্র সরকার খুব গম্ভীরভাবে নিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারকে এই ঘটনার জন্য রাজ্যের শান্তি প্রিয় মানুষদের জবাব দিতে হবে।”

যদিও এই ঘটনায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কনভয়ে কিচ্ছু হয়নি। তিনি সুস্থভাবেই সভাস্থলে পৌঁছেছেন।

অমিত শাহ টুইটে আরও লিখেছেন, “তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গ অত্যাচার, অরাজগতা এবং অন্ধকারের যুগে প্রবেশ করেছে। টিএমসির শাসন ব্যবস্থায় পশ্চিমবঙ্গের যেভাবে রাজনৈতিক হিংসা চরম সীমায় পৌঁছে গিয়েছে তাতে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর যে সমস্ত মানুষের আস্থা রাখেন তাদের দুঃখের এবং চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।”