নিজস্ব প্রতিবেদন : বাংলার বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়ছে। গত মাসেই দুদিনের বঙ্গ সফর করে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর নতুন বছরের প্রথম মাসেই ফের একবার তিনি বঙ্গ সফরে আসছেন বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে।
এবারও অমিত শাহ দুদিনের জন্য বাংলায় পা রাখতে চলেছেন। ৩০ এবং ৩১ শে জানুয়ারি তিনি বাংলার বেশ কয়েকটি জায়গায় সফর করবেন। বৃহস্পতিবার অমিত শাহের বাংলা সফরসূচী সম্পর্কে জানিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
জ্যোতির্ময় সিং মাহাতো জানিয়েছেন, ৩০ শে জানুয়ারি বাংলায় এসে অমিত শাহ প্রথমেই যাবেন নদিয়া-বনগাঁ, হাওড়া শহর ও উলুবেড়িয়ায়। ওই এলাকায় তার একাধিক কর্মসূচি রয়েছে। ৩০ শে জানুয়ারি ইসকন মন্দির এবং ঠাকুরনগরে সভা রয়েছে তার। এরপর কলকাতায় সাংগঠনিক বৈঠক করবেন রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের সাথে।
৩১ শে জানুয়ারি উলুবেড়িয়ায় হবে অমিত শাহের রোড শো। তারপর জনসভা করবেন হাওড়ার ডুমুরজলায়। পাশাপাশি বিজেপির রথযাত্রা শুরু হলে সেই রথযাত্রা অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। তবে শুধু জানুয়ারি মাসেই নয়, ফেব্রুয়ারি মাসেও অমিত শাহ বাংলা সফরে আসবেন বলে খবর। ফেব্রুয়ারি মাসের ১১ এবং ১২ তারিখ পুনরায় তিনি আসতে পারেন বলে জানা গিয়েছে।