ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই বাংলায় আসছেন অমিত শাহ, রইলো সম্ভাব্য কর্মসূচি

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : জানুয়ারি মাসের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুদিনের বঙ্গ সফর আকস্মিকভাবে বাতিল হলেও ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই বাংলায় পা রাখতে চলেছেন তিনি, এমনটাই জানা গেছে সূত্র মারফত। জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের ১০ এবং ১১ তারিখ তাঁর দুদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, তার এবারের সফরের মূল লক্ষ্য হলো মতুয়া মহাসঙ্ঘের সদস্যদের সঙ্গে দেখা করা এবং ঠাকুরনগরে সভা করা। তিনি ১১ তারিখ কোচবিহারের রথযাত্রায় থাকবেন। আবার অন্য একটি সূত্রে জানা যাচ্ছে এবার এক দিনের জন্য আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তবে রাজ্য বিজেপির তরফ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে অমিত শাহের এই সফর দুদিনের করার। যদি সফর কাল বর্ধিত করে দুদিনের করা সম্ভব হয় তাহলে তিনি সিঙ্গুরে একটি সভাও করতে পারেন বলে বিজেপি সূত্রে খবর। তবে একদিন হোক অথবা দু’দিনের, অমিত শাহ ১১ তারিখ সকালে কোচবিহারে রথ যাত্রার উদ্বোধন করবেন এবং বিকালে ঠাকুরনগরে সভা করবেন তা একপ্রকার নিশ্চিত হলেই খবর।

বাংলার বিধানসভা নির্বাচনের আগে রণকৌশল তৈরি করতে মঙ্গলবার রাতে হঠাৎ দিল্লিতে ৮ নম্বর নর্থ অ্যাভিনিউয়ে দিলীপ ঘোষের বাড়িতে বৈঠক হয় বিজেপির। যে বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব রাজীব বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয়, সুভাষ সরকার, অমিত মালব্য ও অমিতাভ চক্রবর্তী সহ অন্যান্যরা। বৈঠকে রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীদের সফর এবং অমিত শাহের রথযাত্রা নিয়ে আলোচনা হয়।