বাঁদরের কাছে খাবার পৌঁছানোর অপ্রাণ চেষ্টা, মন জয় করল বৃদ্ধের ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল (Viral Video) হতে দেখা যায়। মানুষের হাতে হাতে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট পৌঁছে যাওয়ার ফলে চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা ক্যামেরা বন্দী হয় এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ঠিক সেই রকমই এক বৃদ্ধের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে এবং তা ভাইরাল হতেই মন জয় করে ফেলল নেট দুনিয়ার।

কি এমন রয়েছে ভাইরাল হওয়া ওই ভিডিওতে, যে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নজর কারে নেট দুনিয়ার এবং ওই ভিডিও মন জয় করতে শুরু করে নেট নাগরিকদের। সামান্য একটি কাজ এই ভিডিওটির নজরের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। যে সামান্য কাজ আমরা চাইলে যেকোনো সময় করতে পারি।

ভাইরাল হওয়া ভিডিওটি আসলে একটি বাঁদরকে খাবার দেওয়ার ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একটি বাঁদর একটি ছাদে খাবারের জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। অন্যদিকে দাতা হিসাবে ওই বৃদ্ধ কোন রকম কসুর রাখছেন না ওই খাবার বাঁদরটির কাছে পৌঁছে দেওয়ার জন্য। আসলে ওই বৃদ্ধের বাঁদরের কাছে সেই খাবার পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টায় নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, প্রায় তিন তলা উঁচুতে বসে থাকা বাঁদরটিকে খাবার পৌঁছে দেওয়ার জন্য বারবার সেই খাবার ছুঁড়ে দেওয়ার চেষ্টা চালান ওই বৃদ্ধ। তবে কোনোভাবেই সেখানে খাবার পৌঁছাতে না পেরে শেষমেশ ওই বৃদ্ধ সামনে থাকা বাড়ির এক ব্যক্তির সাহায্য নেন। তিন তলা ছাদে বসে থাকা বাঁদরটি খাবার পেয়েই নিজের আনন্দে খেতে শুরু করে।

প্রতিটি প্রাণী হল এই জগতের এক একটি অংশ। তবে সেই সকল প্রাণীদের সঠিক মর্যাদা অনেকেই দিয়ে থাকেন না। সেই জায়গায় এই ধরনের ভিডিওর মাধ্যমে এমন দয়ালু মানুষের ছবি ধরা পড়তেই তা নজর কাড়তে শুরু করে।