IAS Officer Salary: IAS অফিসার হওয়া মানেই লাইফ স্যাটেল! মাসে মাসে মেলে এত টাকা

Prosun Kanti Das

Published on:

Advertisements

An IAS Officer gets a monthly salary of Rs like this: পড়াশোনা শেষ করার পর অনেকেই চাকরির প্রস্তুতি নেন। কেউ টিচিং প্রফেশনের জন্য পড়াশোনা করেন তো কেউ অফিসিয়াল কাজ কর্মের জন্য ব্যাংকিং বা অন্যান্য কাজের জন্য পড়াশোনা করেন। তবে কারো আবার স্বপ্ন থাকে IAS বা IPS দুঁদে পুলিশ অফিসার হওয়ার। যার জন্য প্রতিবছর লাখ লাখ চাকরি প্রার্থীরা এই পরীক্ষায় বসেন। যার মধ্যে খুব কম সংখ্যক প্রার্থী এই চাকরিতে নিয়োগের সুযোগ পায়। কিন্তু জানেন কি এই চাকরিতে নিযুক্ত হতে গেলে কোন পরীক্ষা দিতে হয়? কত টাকাই বা বেতন (IAS Officer Salary) পাওয়া যায়? স্বপ্ন পূরণ করতে জেনে নিন এই চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য।

Advertisements

সরকারের অল ইন্ডিয়া সার্ভিসের প্রশাসনিক শাখার অন্যতম হলো IAS। যার পুরো নাম ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। ভারতীয় পুলিশ পরিষেবার একটি অংশ এই IAS অফিসার। যে চাকরিতে নিযুক্ত হতে গেলে UPSC সিভিল সার্ভিস ক্র্যাক করতে হয় চাকরিপ্রার্থীদের। পাওয়ার জন্য প্রতিবছর চেষ্টা করেন লাখ লাখ চাকরি প্রার্থী। কারণ ভবিষ্যৎ সুরক্ষিত রাখার অন্যতম চাকরি হল IAS, IPS অফিসার হওয়া। মাসে পাওয়া যায় মোটা টাকা (IAS Officer Salary)। জানেন তার পরিমাণ কত?

Advertisements

সরকার দ্বারা IAS অফিসারদের প্রতি মাসে বেতন দেওয়া হয় সপ্তম পে কমিশন অনুযায়ী। সেই হিসেবে প্রতি মাসে IAS অফিসারদের অ্যাকাউন্টে বেসিক বেতন ঢোকে ৫৬ হাজার ১০০ টাকা। পাশাপাশি এই অফিসাররা সুবিধা পান HRA, DA TA-এর।

Advertisements

আরও পড়ুন ? IAS Anju Sharma: দশম-দ্বাদশ শ্রেণী ফেল করেও IAS অফিসার! এই মহিলার সফলতার গল্প অনুপ্রেরণা দেবে আপনাকেও

এছাড়াও চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা, ভর্তুকিযুক্ত বিল, পে ব্যান্ড অনুযায়ী বার্বুচি, অন্যান্য কর্মীর সার্ভিস, নিরাপত্তা এবং বাংলো সুবিধা পেয়ে থাকেন। পাশাপাশি একটি গাড়ি এবং ড্রাইভারও প্রদান করা হয় এই পদের অফিসারদের। তারপর পদোন্নতি ঘটলে বাড়ে বেতন। ফলে সব মিলিয়ে প্রতিমাসে প্রায় কয়েক লাখ টাকা উপার্জন করে IAS অফিসাররা।

তবে IAS অফিসার পদের আবার বিভিন্ন ভাগ রয়েছে। উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি যদি IAS অফিসারের ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত হন সেক্ষেত্রে তিনি ভাতা বাদ দিয়ে প্রতি মাসে বেতন (IAS Officer Salary) পান প্রায় আড়াই লাখ টাকা। তবে পূর্বে অবসরপ্রাপ্ত আইএএস অফিসাররা পেনশন পেতেন। বর্তমানেও পেনশনভুক্ত রয়েছে। তবে তাদের নতুন পেনশন স্কীমের আওতাভুক্ত করা হয়েছে। মাসিক নয়, তাদের অবসরকালে ভাতা দেওয়ার নিয়ম তৈরি হয়। ২০২৩ সালে সংগঠিত UPSC পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ চাকরিপ্রার্থী আদিত্য শ্রীবাস্তব। স্বপ্ন পূরণ করতে সাহস নিয়ে নেমে পড়ুন যুদ্ধে। লক্ষ্যে ঠিক পৌঁছবেন।

Advertisements