ওলা ইলেকট্রিক স্কুটারকে গাধার সঙ্গে বেঁধে শহর ঘোরালেন এই ব্যক্তি

নিজস্ব প্রতিবেদন : জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া এবং পরিবেশ দূষণ বৃদ্ধি পাওয়ার দিকে তাকিয়ে ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ইলেকট্রিক স্কুটারের এই চাহিদার দিকে নজর রেখে বিভিন্ন সংস্থা ইলেকট্রিক স্কুটার তৈরির দিকে ঝুঁকেছে। সেই রকমই জনপ্রিয় একটি সংস্থা হল ওলা।

ইতিমধ্যেই ওলার ইলেকট্রিক স্কুটার নিয়ে বিপুল চাহিদা বাজারে। তবে চাহিদার পাশাপাশি ওলার এই ইলেক্ট্রিক স্কুটার সম্পর্কে অভিযোগেরও শেষ নেই। আর এই সকল অভিযোগ নিয়ে মহারাষ্ট্রের এক ব্যক্তি সংস্থাকে কোনভাবেই জানাতে না পেরে অভিনব কায়দায় প্রতিবাদ জানাতে পথে নেমেছেন।

শচীন গিট্টে নামে ওই ব্যক্তির অভিযোগ, ওলার ইলেকট্রিক স্কুটার কেনারও ৬ দিন পরেই তার স্কুটারটি বন্ধ হয়ে যায়। তারপর থেকে আর কোনভাবেই সেই ইলেকট্রিক স্কুটার চালাতে পারেননি তিনি। এই নিয়ে তিনি ওলা সংস্থাকে অনেকবার অভিযোগ জানিয়েছেন। কিন্তু সেই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে কোন লাভ হয়নি। ওলা কর্তৃপক্ষ তার অভিযোগ সঠিকভাবে শোনেননি। আর তার জেরেই তিনি প্রতিবাদের জন্য এমন অভিনব পথ বেছে নিয়েছেন।

ওলা সংস্থার নজরে আনার জন্য তিনি একটি গাধার সঙ্গে তার বন্ধ হয়ে যাওয়া ওলা স্কুটারটিকে বেঁধে শহরের বিভিন্ন অংশ ঘুরিয়েছেন। গাধার সঙ্গে ওলা স্কুটারটিকে বেঁধে ঘোরানোর পাশাপাশি ওই ব্যক্তি একটি ব্যানার লাগিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, কেউ যেন ওলা সংস্থাকে বিশ্বাস না করেন।

জানা গিয়েছে ওই ব্যক্তি মহারাষ্ট্রের পারলি এলাকার একজন ব্যবসায়ী। গত বছর সেপ্টেম্বর মাসে তিনি ওলা ইলেক্ট্রিক স্কুটারের জন্য বুকিং করেছিলেন। সেই স্কুটার তিনি ডেলিভারি পেয়েছিলেন চলতি বছর ২৪ মার্চ। ডেলিভারি পাওয়ার ৬ দিন পর থেকেই তার ইলেকট্রিক স্কুটারে গন্ডগোল দেখা দিতে শুরু করে।