‘ওখানেই মরে যাক’, মুখ খুললেন ২ সন্তান ফেলে পাকিস্তানির প্রেমে মশগুল অঞ্জুর বাবা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০১৯ সালে প্রথম ফেসবুকে পরিচয় হয় রাজস্থানের গৃহবধূ অঞ্জুর (Anju) সঙ্গে পাকিস্তানি যুবক নাসরুল্লার (Nasrullah)। এরই মধ্যে হঠাৎ দিন কয়েক আগে তিনি ভারত ছেড়ে পাকিস্তানে পাড়ি দেন ওই যুবকের সঙ্গে দেখা করার জন্য। প্রথমদিকে ওই যুবক অঞ্জুকে বিয়ে করবেন না এমনটা দাবি করলেও ২৪ ঘন্টার মধ্যে ভোল বদলে নিকাহ করেন। ৩৪ বছর বয়সী গৃহবধূ পাকিস্থানের ২৯ বছর বয়সী যুবকের সঙ্গে নিকাহ করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় বইছে চারদিকে। কারণ ধর্ম পরিবর্তন করে অঞ্জু এখন ফতিমা হয়ে নতুন সংসার শুরু করলেও ভারতে পড়ে রইল তার ১৪ বছর বয়সী মেয়ে এবং ৬ বছর বয়সী ছেলে।

Advertisements

অন্যদিকে মেয়ের এমন কীর্তি কোনভাবেই মেনে নিতে পারছেন না অঞ্জুর বাবা। তার কাছে এই বিষয়টি একেবারেই অবিশ্বাস্য। এর পাশাপাশি স্বামীকে ডিভোর্স না দিয়ে এইভাবে অন্যত্র চলে গিয়ে পাকিস্তানি যুবককে বিয়ে করার ঘটনায় অঞ্জুর বাবা তীব্র বিতৃষ্ণা প্রকাশ করেছেন। অঞ্জুর বাবা হলেন গয়া প্রসাদ থমাস। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিয়েছেন।

Advertisements

মেয়ের এমন কীর্তি নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলতেই অঞ্জুর বাবা গয়া প্রসাদ জানিয়েছেন, তাদের মেয়ে যে কাজ করেছেন সেই কাজের পরিপ্রেক্ষিতে তাদের কাছে আজ তাদের মেয়ের মৃত। এমনকি তিনি এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েছেন যে তার মেয়েকে পাকিস্তান থেকে ভারতে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে কোন রকম আবেদনই জানাবেন না বলে জানিয়েছেন। বরং তিনি জানিয়েছেন, ‘আমি প্রার্থনা করি…যে ও ওখানেই (পাকিস্তানে) মরে যাক’।

Advertisements

অন্যদিকে আবার অঞ্জু জানিয়েছেন, তিনি ভারতে ফিরে আসছেন। এই মুহূর্তে তিনি রয়েছেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আপার দির জেলায়। তবে তিনি দেশে ফিরে আসতে চাইলেও কিন্তু তার বাবা কোনভাবেই এই বিষয়টি মেনে নিতে চাইছেন না। যদিও অঞ্জু ফিরে এলে আগামী দিনে কি পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হবে তা স্পষ্ট নয়। বরং এর জন্য অপেক্ষা করতে হবে।

অন্যদিকে অঞ্জুর বাবা জানিয়েছেন, ‘ও নিজের দুই সন্তান এবং স্বামীকে ফেলে যেভাবে পালিয়ে গিয়েছে। ও নিজের সন্তানদের কথাও ভাবল না। ও যদি এটাই করতে চাইত (নাসরুল্লাকে নিকাহ), তাহলে নিজের স্বামীকে (রাজস্থানের আলওয়ারে স্বামী ও দুই সন্তানের সঙ্গে থাকতেন অঞ্জু) আগে ডিভোর্স দিতে পারত। ও আমাদের কাছে আর বেঁচে নেই।’ এছাড়াও তিনি তার নিজের মেয়েকে মানসিক ভারসাম্যহীন এবং উদ্ভট বলেও দাবি করেছেন।

Advertisements