New Train for WB: ফের একটি নতুন ট্রেন পেতে চলেছে বাংলা! সবকিছু ঠিকঠাক থাকলেই চলবে এই রুটে

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। বিপুলসংখ্যক যাত্রীদের দায়িত্ব রেলের উপর থাকার কারণে রেলের তরফ থেকে প্রতিনিয়ত রেল পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করার প্রচেষ্টা চালানো হয়ে থাকে। এই প্রচেষ্টার মধ্য দিয়েই রেল ট্র্যাকের উন্নয়ন করা থেকে শুরু করে রেললাইন সম্প্রসারণ, স্টেশনগুলিকে নতুন করে সাজানো, নতুন নতুন ট্রেন চালু করা ইত্যাদি কাজ লেগে থাকে।

গত কয়েক বছরের দিকে তাকালে লক্ষ্য করা যাবে, তেমন কোনো বড় ঘোষণা না হলেও বিভিন্ন সময় হঠাৎ হঠাৎ করে নতুন নতুন ট্রেন পেয়েছে পশ্চিমবঙ্গ। নতুন নতুন বন্দে ভারত ট্রেন পাওয়ার পাশাপাশি পেয়েছে অমৃত ভারত এক্সপ্রেস। এছাড়াও সাধারণ লোকাল থেকে এক্সপ্রেস ট্রেন তো অনেক রয়েছে এই তালিকায়। ঠিক সেই রকমই এবার আরও একটি এক্সপ্রেস ট্রেন পেতে চলেছে বাংলা (New Train for WB)। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে খুব তাড়াতাড়ি এই সুখবর মিলতে পারে।

পশ্চিমবঙ্গের বাংলাদেশ ঘেঁষা একটি জেলা হল দক্ষিণ দিনাজপুর। এই জেলা অন্যতম একটি গুরুত্বপূর্ণ জেলা হলেও এখনো পর্যন্ত এই জেলার রেল পরিষেবা সেই ভাবে উন্নতির মুখ দেখেনি। ২০০৪ সালে প্রথম বালুরঘাটে দূরপাল্লার ট্রেন পৌছালেও এখনো পর্যন্ত পাঁচ থেকে ছয়টি দূরপাল্লার ট্রেন যাতায়াত করে। এসবের মধ্যেই এলাকার বাসিন্দাদের শিলিগুড়ি পর্যন্ত রাতে ট্রেনের দাবি রয়েছে। কেননা শিলিগুড়ি পর্যন্ত একটি ইন্টারসিটি এক্সপ্রেস যাতায়াত করে বালুরঘাট থেকে।

আরও পড়ুন 👉 Eastern Railways Big Step: নতুন ট্রেন থেকে অতিরিক্ত কোচ, যাত্রীদের সুবিধায় পূর্ব রেল নিল এই ৫ বড় পদক্ষেপ

এবার সেই দাবি পূরণ হতে পারে বলে আশা করা হচ্ছে। তেমনই ইঙ্গিত মিলেছে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমারের থেকে। মঙ্গলবার তিনি বালুরঘাটের পিট ও সিক লাইন পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানেই এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, রেলবোর্ডকে বালুরঘাট থেকে গুয়াহাটি পর্যন্ত একটি রাতের ট্রেনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তার এই প্রস্তাবের পাশাপাশি একটি ট্রেনের জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

এক্ষেত্রে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এক মাসের মধ্যেই বালুরঘাট থেকে গুয়াহাটি নতুন একটি ট্রেন চালু হতে পারে। রেলবোর্ড সম্মতি দিলেই নতুন এই ট্রেন পাবে বাংলা। অন্যদিকে গত জানুয়ারি মাসেই বালুরঘাট পর্যন্ত একটি নতুন ট্রেনের সূচনা হয়েছিল। শিয়ালদা থেকে বালুরঘাট ট্রেনের সূচনা বহু যাত্রীদের কাছে যোগাযোগ ব্যবস্থায় এনে দিয়েছে বৈপ্লবিক পরিবর্তন। এবার আরও একটি ট্রেন পেলে বালুরঘাটের বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থায় আসবে বড় পরিবর্তন।