General knowledge: বছরে আসে একবার, রবিবার আসে দু’বার! বলুন তো কী

Answer this common knowledge intelligently: পাঠ্য বইয়ের বাইরের যে সব জিনিস গুলি আমাদের জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করতে সাহায্য করে তাকেই বলা হয় সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ (General knowledge)। এই পৃথিবীতে জানার বা জ্ঞান লাভ করার কোনো সীমা নির্ধারণ করা নেই। আমাদের চারপাশে প্রতিদিন কত ঘটনা ঘটে, কত অজানা রহস্য লুকিয়ে থাকে সে সব কিছু সম্পর্কে ধারণা লাভ করাই হলো সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ এর গুরুত্বপূর্ন অঙ্গ।

জেনারেল নলেজ (General knowledge) সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি আগ্রহ প্রকাশ করে থাকি। তবে অজানাকে জানার চেষ্টা করতে গিয়ে অনেক কিছু বিষয়ই আমাদের আর জানা হয়ে ওঠে না। তার একমাত্র কারণ হলো অজানা সাধারণ জ্ঞানের পরিধি আসলে বিশাল। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সাধারণ জ্ঞান সম্পর্কিত বিষয়গুলি প্রথাগত পাঠ্য পুস্তক ভিত্তিক নির্দিষ্ট কয়েকটি বিষয়কে অবলম্বন করে গড়ে ওঠে না।

বর্তমানে স্মার্টফোন নির্ভর ব্যস্ততম ও আধুনিক যুগেও আমাদের মনে বিভিন্ন রকম ধাঁধা ও সাধারণ জ্ঞান সম্পর্কে আগ্রহ জন্মায়। এমন অনেক মানুষ আছেন যারা নির্দিষ্ট ব্যস্ততার কাজের মাঝেও বিভিন্ন ধরনের ধাঁধা বা জেনারেল নলেজ নিয়ে চর্চা করতে ভালোবাসেন। স্বাভাবিক ভাবেই এগুলো সমাধান করার চেষ্টা করা অত্যন্ত ভালো একটি অভ্যাস। এগুলির মাধ্যমে নিজের জ্ঞানের পরিধি বৃদ্ধি করার পাশাপাশি মস্তিষ্কের দ্রুত কার্যক্ষমতা ও বিচক্ষণতা সম্পর্কেও ধারণা লাভ করা যায়।

আরও পড়ুন 👉 Higher Secondary Exam Rules Changed: উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে বদল, এবার এলো সেমিস্টার, দেখে নিন কোন মাসে পরীক্ষা, কোন মাসে রেজাল্ট

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো জেনারেল নলেজ (General knowledge) বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সরকারি বা বেসরকারি যে কোনো ধরনের চাকরির পরীক্ষাতেই পরীক্ষার্থীদের জেনারেল নলেজ সম্পর্কিত অনেক প্রশ্ন করা হয়। জেনারেল নলেজ এর পাশাপাশি চাকরি বা অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমন কিছু প্রশ্ন আসে যার উত্তর আমাদের পরিচিতির মধ্যেই, তবে সেই উত্তরকে খুঁজে বের করতে গেলে তাৎক্ষণিক বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। তাই অনেকেই সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঘাবড়ে যান এবং সঠিক উত্তরটি খুঁজে পান না।

আজ এই প্রতিবেদনের মাধ্যমে এমনই একটি তাৎক্ষণিক বুদ্ধিমত্তার প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে। এটি আসলে একটি ট্রিকি প্রশ্ন। এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এমন কোন জিনিস যা বছরে একবার আসে আর প্রতিবার রবিবার ২ বার করে আসে। একটু বুদ্ধি খাটালেই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সহজে। অনেকে হয়তো ইতিমধ্যে উত্তরটি বুঝে ও গেছেন। যারা বুঝতে পারেননি তাদের জন্য রইলো এর উত্তর। বছরে আসে এক বার, প্রতি রবিবার আসে ২ বার এর উত্তরটি হলো ব আর র অক্ষর। কারণ বছরে এই অক্ষর গুলি একবার রয়েছে ও রবিবারে ২ বার করে রয়েছে ব অক্ষরটি।