টেট না পাশ করেই চাকরি! মেয়েকে নিয়ে কি বললেন অনুব্রত মণ্ডল

নিজস্ব প্রতিবেদন : সকলের আড়ালে থাকা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডল গত দু’দিন ধরে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন মূলত তার বাবা অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর থেকেই। সুকন্যা মন্ডলের নামে সংস্থা রয়েছে বলে জানা যাচ্ছে সিবিআই সূত্রে।

এরই মধ্যে প্রাথমিক শিক্ষিকা হিসাবে তার নিযুক্ত হওয়া নিয়ে আরও সরগরম হয় পরিস্থিতি। কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়, সুকন্যা মন্ডল এবং অনুব্রত মণ্ডলের ৫ জন আত্মীয় ও ঘনিষ্ঠ টেট পরীক্ষায় পাস না করেই প্রাথমিক শিক্ষক শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়েছেন। এবার মেয়ের প্রসঙ্গে প্রথম মুখ খুললেন অনুব্রত মণ্ডল।

মেয়ে সুকন্যা মণ্ডল প্রসঙ্গে মুখ খুলে সমস্ত অভিযোগ উড়িয়ে দেন অনুব্রত মণ্ডল। সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়ার পাশাপাশি তিনি বলেন, ‘আমার মেয়ে সব পাশ করেছে। সার্টিফিকেট আছে’। এর পাশাপাশি অনুব্রত মণ্ডল স্বমহিমায় বলেন, ‘যা বোঝার আদালত বুঝবে। মেয়েকে তলব করেনি মোটেও। শুধু নথি জমা দিতে বলেছে।’

বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য আনা হলে সেখানে যাওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন প্রসঙ্গে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘নেত্রী যা বলেছেন ঠিকই বলেছেন। কোনও চক্রান্ত হয় নি। সবাই আমার পাশে আছেন।’

এর পাশাপাশি এই মামলায় নাম যুক্ত হওয়া অনুব্রত মণ্ডলের তুতো ভাই সুমিত রঞ্জন মন্ডলও দাবি করেছেন তিনি টেট পাশ। এমনকি এর পরিপ্রেক্ষিতে তিনি বুধবার রাতে বোলপুর থানায় একটি অভিযোগ দায়ের করতে যান। যদিও বিষয়টি বিচারাধীন হওয়ার কারণে তার অভিযোগ নেওয়া হয় নি।