নিজস্ব প্রতিবেদন : অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) এখন পর বারবার শিরোনামে তার মেয়ে সুকন্যা (Sukanya Mondal)। কখনো ইডির (ED) তলব, আবার কখনো তিহারে বাবার পরিস্থিতি খারাপ শুনে বাড়িতে ভাঙচুর, ইত্যাদি নিয়ে তাকে শিরোনামে আসতে দেখা যাচ্ছে। তবে এরই মধ্যে তাকে শিরোনামে আসতে দেখা গেল শারীরিক অসুস্থতা নিয়ে।
অনুব্রত মণ্ডলকে ইডি আধিকারিকরা দিল্লি নিয়ে যাওয়ার পর কোথায় সুকন্যা মণ্ডল তা নিয়ে জল্পনা তৈরি হয়। তবে দিন কয়েক আগে আগে তিনি বাড়িতে আসেন এবং বাড়ির জিনিসপত্র ভাঙচুর করেন। বাড়ির জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকর্মীদের তলব করেন তিনি। তাদের সামনে বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়।
এসবের মধ্যেই জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল বাড়িতেই রয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে দুদিন হাসপাতালে থাকার পর শনিবার তিনি ছুটি নেন। সূত্র মারফৎ জানা যাচ্ছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডলের পেটে টিউমার বা সিস্টের মত কোন সমস্যা রয়েছে। এও জানা যাচ্ছে, এই সমস্যা দূর করার জন্য অপারেশন প্রয়োজন।
তবে সূত্র মারফত জানা গিয়েছে, সুকন্যা মণ্ডল বোলপুরের বেসরকারি একটি হাসপাতালে জরুরী ভিত্তিতে ভর্তি হলেও সেখানে তিনি তার অপারেশন করাতে চান না। তিনি বাইরে কোথাও অপারেশন করাতে চান। তবে হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়া এবং সেখান থেকে ছুটি নেওয়ার পরিপ্রেক্ষিতে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।
কারণ, চলতি সপ্তাহেই সুকন্যা মণ্ডলকে ইডি আধিকারিকরা দিল্লির প্রবর্তন ভবন অর্থাৎ সদর দপ্তরের তলব করা হয়েছে। এর আগেও দুবার তলব করা হলে তিনি সেই তলব এড়িয়ে যান বিভিন্ন কারণ দেখিয়ে। সুকন্যা মণ্ডল এর আগে দিল্লিতে একবারই গিয়েছিলেন সায়গাল হোসেন গ্রেপ্তার হওয়ার পর। কিন্তু বাবা অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর বারবার তাকে তলব এড়াতে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন করে সুকন্যার অসুস্থ হয়ে যাওয়া এবং গুরুতর অসুস্থ হলেও হাসপাতাল থেকে ছুটি নেওয়ার বিষয়ে প্রশ্ন থেকেই যায়।