‘কি সোনামুখো মুখ রে ভাই’, প্রধানমন্ত্রীর দাড়ি নিয়ে বেনজির আক্রমন অনুব্রতর

Himadri Mondal

Updated on:

Advertisements

হিমাদ্রি মন্ডল : ভোট এলেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নানান ধরনের নিদান, বিরোধী দলের নেতা-নেত্রীদের নিয়ে নানান বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়। এর উদাহরণ আগেও মিলেছে, আর আজও তার ব্যতিক্রম হলো না। বৃহস্পতিবার সিউড়ি বেনীমাধব স্কুল ময়দানে তৃণমূলের জনসভা থেকে প্রধানমন্ত্রীর নাম না করেই নরেন্দ্র মোদির দাড়ি প্রসঙ্গে বেনজির আক্রমন এবং ব্যঙ্গ করতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে।

Advertisements

Advertisements

অনুব্রত মণ্ডল এদিন সভায় বক্তব্য রাখার সময় ‘সোনার বাংলা’ প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধোনা করতে গিয়ে বলেন, “ও বলছে আমি সোনার বাংলা করবো। গুজরাটে পারছো না সোনার গুজরাট করতে? হরিয়ানাতে পারছো না? মধ্যপ্রদেশে পারছো না? ইউপিতে পারছো না? বিহারে পারছো না? বাংলার প্রতি তোমার এত দরদ! আহ! কি সোনামুখো মুখ রে ভাই।”

Advertisements

এর পরেই তিনি বলে ওঠেন, “আবার দাড়ি রাখছে। বহুরূপী হবে? না সাধু হবে? না ভন্ড? মানুষকে বলো আমি সাধু হবো না, বহুরূপী হবো না। আমি ভণ্ড গিরি করছি ভোট নেবার জন্যে। এটা বললে ভাল হয় না? মানুষ খুশি হবে। তোমার ভন্ডামি ধরে ফেলেছে মানুষ। তুমি মানুষের কোন উপকার করো নাই।”

তবে শুধু এই প্রথমবার নয়, এর আগেও বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এমন বেনজির ভাবেই আক্রমন করেছেন। যা নিয়ে রাজনৈতিক মহলে নানান বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে ঐ সকল প্রতিক্রিয়া নিয়ে কোনরকম মাথা ঘামাতে চান না অনুব্রত বাবু। তিনি সমস্ত রকম আলোচনা, সমালোচনাকে উপেক্ষা করেই চলেছেন নিজের গতিতে।

Advertisements