পুরো ফ্যারে পড়ে গেছেন অনুব্রত! চালাকি করেও হল না রক্ষে, আবার কপালে নতুন বিপদ!

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর চরম দুর্গতির মধ্যে কাটছে বীরভূমের একসময়ের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। তার গ্রেপ্তার হওয়া এখন এক বছর পেরিয়ে গেলেও কোনোভাবেই মুক্তি মিলছে না। এমনকি পশ্চিমবঙ্গ ছেড়ে তাকে এখন তিহাড়ে থাকতে হচ্ছে। বিভিন্ন কারণ দেখিয়ে আদালতের কাছে জামিনের আবেদন জানালেও কোন সুবিধা মিলছে না। শুধু তার নয়, একইভাবে সুবিধা মিলছে না তার মেয়ে সুকন্যারও (Sukanya Mondal)।

তিহার বন্দি থাকা অবস্থায় অনুব্রত মণ্ডল বারবার আদালতের কাছে জামিনের জন্য আবেদন জানালেও, জামিন পাওয়া তো দূরের কথা, উপরন্তু বারবার তিনি কোন না কোন মামলায় ফেঁসে যাচ্ছেন। প্রথমে সিবিআই, তারপর ইডি, এরপর আবার এনআইএ, এখন আবার তার সামনে এসে হাজির নতুন বিপদ। একের পর এক বিপদ আসার কারণে অনেকেই মনে করছেন, আদৌ ছাড়া পাবেন তো। অন্যদিকে আবার এই ঘটনাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়া হচ্ছে না বিজেপির তরফ থেকে।

গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর অনুব্রত মণ্ডলের মাথা থেকে এখন সেই চাপ সরতে না সরতেই এবার তার বাড়িতে এসে পৌঁছালো আয়কর দফতরের নোটিশ (Income Tax Department Notice), সূত্র মারফৎ এমনই জানা যাচ্ছে। অর্থাৎ এবার মন্ডল এবং তার মেয়ে সুকন্যা মন্ডল চলে গেলেন আয়কর দফতরের স্ক্যানারে। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কর ফাঁকি দেওয়ার। যদিও এই বিষয়ে আগেই অভিযোগ তুলেছিল ইডি এবং সিবিআই।

আরও পড়ুন 👉 ED, CBI অতীত! এবার আরও ফ্যাসাদে অনুব্রত সাইগাল, জাল ছড়াচ্ছে নতুন তদন্তকারী সংস্থা

ইডি এবং সিবিআইয়ের তরফ থেকে আগেই অভিযোগ তোলা হয়েছিল, আয়ের সঙ্গে সঙ্গতি রেখে অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মন্ডল আয়কর রিটার্ন জমা দেন না। ইডি, সিবিআইয়ের সেই দাবিকে মান্যতা দিয়েই এবার যেন তাদের উপর নজরদারি শুরু করে দিল আয়কর দপ্তর। কেন আয়ের সঙ্গে সঙ্গতি রেখে আয়কর রিটার্ন জমা দেওয়া হয়নি তার কারণ জানতেই এই নোটিশ এসেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

তবে অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে দুজনেই এখন জেলবন্দী থাকার কারণে পুরো বিষয়টি আইনজীবীরা দেখবেন বলে জানা গিয়েছে। ইডি সূত্রে দাবি করা হচ্ছে, অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডল আয়কর দফতর এবং ব্যাংকের নজরদারি এড়ানোর জন্য বিভিন্ন ধরনের চাল চেলেছিলেন। তবে ইডির তদন্তে উঠে আসা এই সকল নানান তথ্য এবার পৌঁছে গিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকদের কাছে। সূত্র মারফত জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডল যে পরিমাণ টাকা আয় করেছেন তার থেকে অনেক কম আয়কর জমা দিয়েছেন।