‘ঠেঙিয়ে পগার পার, টাকা দিতে এলে নিয়ে নেবেন’, অনুব্রত

Himadri Mondal

Updated on:

Advertisements

হিমাদ্রি মণ্ডল : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ঘরে ঘরে টাকার প্রলোভন দেবে। নাম না করে বিজেপির বিরুদ্ধে এমনটাই অভিযোগ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তবে তিনি বলেন, ‘টাকা দিতে এলে টাকা নিয়ে নেবেন। টাকা কারোর বাবার নয়।’

Advertisements

Advertisements

বিধানসভা নির্বাচনের আগে সোমবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নেতৃত্বে পুরন্দরপুরের ব্লক মাঠে একটি জনসভার আয়োজন করা হয়। সেই জনসভা থেকেই অনুব্রত মণ্ডল নাম না করে বিজেপির বিরুদ্ধে টাকার প্রলোভন দেওয়ার সম্ভাবনার অভিযোগ তোলেন। পাশাপাশি তিনি এদিন কর্মীদের নির্দেশ দেন, ‘ঠেঙিয়ে পগার পার করে দিতে।’

Advertisements

মঞ্চে বক্তব্য রাখার সময় অনুব্রত মণ্ডল বলেন, “বাড়িতে বাড়িতে যাবে। টাকার প্রলোভন দেখাবে। টাকা নিয়ে নেবেন। টাকা ওদের বাবার টাকা নয়। চুরি করা টাকা। টাকা নিয়ে নিন।” তবে এরপরই তিনি বলেন, ‘ভোটটা যেন মমতা ব্যানার্জিকে দেবেন। এই ভোট মমতা ব্যানার্জির ভোট।’

এর পরেই তিনি ঠেঙিয়ে পগার পার করে দেওয়ার নিদান তুলে নিয়ে ধরেন। বলেন, “মানুষকে আর একটা কথা বলি। গ্রাম্য ভাষায়, আগে বলতো না, ঠেঙিয়ে পগার পার করে দিয়ে আয়। পারবেন তো? পারবেন তো ঠেঙিয়ে পগার পার করতে। পারবেন। শিওর। কথা দিচ্ছেন।”

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আসাউদ্দিন ওয়াইসির দল মিমের প্রসঙ্গ তুলে বলেন, “মিম হল বিজেপির বি টিম। পয়সা নিয়ে কাজ করে। বাংলার মানুষ জানে। বাংলার মুসলমান না জানে মিমকে ভোট দেওয়া মানে বিহারের মত অবস্থা হবে। এখানে মিম-এর কোন অস্তিত্ব নাই। বাংলার মুসলমানরা সচেতন।” পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পুনরায় হুঁশিয়ারি দেন, “একুশের বিধানসভায় ঠেঙিয়ে পগার পার করবো। পগার পার পগার পার করবো।” প্রতিটি ক্ষেত্রে তিনি বিজেপির নাম না করলেও তার আকার-ইঙ্গিত যে বিজেপির দিকেই এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।

অনুব্রত মণ্ডলের এই পগার পার নিদানের পাল্টা বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন, “অনুব্রত পগার পার করার কে। মানুষ তো ওদেরকেই পগার পার করছে। আজ সাড়ে ৯ বছর ধরে সরকার কিছু করেনি। ভোটের আগে দুয়ারে দুয়ারে যেতে হচ্ছে। সময় এলে যমের দুয়ারে চলে যাবে।”

Advertisements