‘ধরতে এলে চাটের জোরে মুখের থুতুনি ফেটে যাবে’, অনুব্রত মণ্ডল

Himadri Mondal

Updated on:

Advertisements

হিমাদ্রি মণ্ডল : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের পাশাপাশি সরগরম হয়ে উঠেছে বীরভূমের রাজনৈতিক পরিবেশও। বীরভূম জেলা তৃণমূল সভাপতি নিজের গড়ে পুনরায় তৃণমূলের শাসনকে ধরে রাখতে প্রতিদিন ব্লকে ব্লকে জনসভা করে চলেছেন। আর তার জনসভা মানেই নতুন কিছু নিদান অথবা হুঁশিয়ারি।

Advertisements

Advertisements

ঠিক সেই মতই বৃহস্পতিবার সিউড়ি বিধানসভা এলাকায় তৃণমূলের জনসভায় অনুব্রতর নতুন হুঁশিয়ারি শোনা গেল। বললেন, ‘চাটের (ল্যাঙ) জোরে মুখের থুতুনি ফেটে যাবে’।

Advertisements

এই হুঁশিয়ারি কাদের উপলক্ষ্য করে? অবশ্যই গেরুয়া শিবিরকে উপলক্ষ করে অনুব্রত মণ্ডলের এমন হুঁশিয়ারি বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, “ছেলেদের বলছি বিজেপিকে ঠেঙিয়ে পগার পার করুন।” পগার পার করার পরেই তিনি বলেন, “খেলা হবে। ভ’য়ঙ্কর খেলা হবে। এই মাটিতেই খেলা হবে।”

কি কি খেলা হবে? তার তাৎপর্য বোঝাতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, “হাডুডু খেলা হবে। ধরতে এলে এমন চাট (ল্যাঙ) মা’রবো, মুখের থুতুনি ফেটে যাবে। খেলা হবে, হাডুডু খেলা হবে।”

পরে আবার এই খেলা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন, “হাডুডু সাথে ডাংগুলি খেলাও হবে। খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যাদের সঙ্গে খেলার তাদের সঙ্গে খেলবো। দিনের খেলা, রাতেও এখন লাইট দিয়ে খেলা হয়। খেলতে খেলতে কারোর লাগলে হাসপাতাল আছে হাসপাতালে যাবে। যাওয়া হবে সব খেলাতেই হবে।”

Advertisements