আসছে পঞ্চায়েত ভোট, নিদান দিলেন অনুব্রত মণ্ডল

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা ভোটের পর শুরু হয়েছে পৌরসভার নির্বাচন। ইতিমধ্যেই কলকাতা পৌর নিগমের নির্বাচন শেষ হয়েছে। এবার পালা বাকি পৌরসভার নির্বাচন। আবার পৌরসভা নির্বাচনের পরেই শুরু হবে পঞ্চায়েত ভোট। সেই পঞ্চায়েত ভোট নিয়ে এখন থেকেই বার্তা দিতে শুরু করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

সোমবার বীরভূমের পুরন্দরপুরে ছিল তৃণমূলের বুথ ভিত্তিক প্রতিনিধি সম্মেলন। সেই সম্মেলনে বক্তব্য রাখার সময়ই অনুব্রত মণ্ডলের মুখে উঠে এলো পঞ্চায়েত নির্বাচনের কথা। যেখানে তিনি বলেন, “সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে সকলকে একটা কথা বলে যাই, কোন আত্মীয় স্বজনকে যেন এবার ক্যান্ডিডেট না করা হয়। যে অঞ্চল প্রেসিডেন্ট থাকবে তার বাড়ির লোকজন কেউ যেন ক্যান্ডিডেট না হয়। মানতে পারব না। আমিও যা তুমিও তাই। এটা মানা যাবে না।”

এর পাশাপাশি তিনি জানান, “বীরভূম জেলায় ১৬৭ টা পঞ্চায়েত আছে। আর ওদিকে আছে ৫৮ টা পঞ্চায়েত। কোন জায়গায় আমরা হারবো না। সব জায়গায় আমরা জিতে যাবো।”

অন্যদিকে এদিনের এই সভাতেই উঠে আসে বিজেপির প্রসঙ্গ। বিজেপি দুদিন আগে ২৫ ডিসেম্বর বীরভূম জেলায় দুজন সভাপতি নিয়োগ করেছে। সাংগঠনিক দিক দিয়ে বীরভূম জেলাকে দুই ভাগে ভাগ করে বীরভূম লোকসভা কেন্দ্রের পরিপ্রেক্ষিতে ধ্রুব সাহাকে করা হয়েছে একজন জেলা সভাপতি এবং বোলপুর লোকসভা কেন্দ্রের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় জেলা সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে সন্ন্যাসী চরণ মণ্ডলকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডল এদিন বিজেপিকে ছাগলের সঙ্গে তুলনা করেন।

তিনি বলেন, “বিজেপি দলটার পরিস্থিতি কি বলুন তো? বীরভূম জেলায় দুটো সভাপতি করতে হলো। কোন সময় ছাগলের দুটো বাচ্চা দেয়, আবার তিনটেও বাচ্চা দেয়। দলটা সেই জায়গায় পৌঁছে গিয়েছে। আবার কোন দিন শুনবেন বীরভূম জেলায় তিনটে সভাপতি করতে হলো। এই দলটার কোন দাম নাই, দলটা শেষ হয়ে গিয়েছে।”