‘পশ্চিমবঙ্গের জন্য কিছু করবে না, লোকটা ভালো নয়’, বাজেট প্রসঙ্গে অনুব্রত

Himadri Mondal

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোমবার কেন্দ্র সরকার বাজেট অধিবেশন শুরু করতেই লক্ষ্য করা যায় ভোটের আগে পশ্চিমবঙ্গের রাস্তা, রেল এবং চা শ্রমিকদের উন্নয়নের জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। বাংলার বিধানসভা নির্বাচনের আগে তা বেশ তাৎপর্য বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। তবে এই বাজেটকেই খোঁচা দিতে দেখা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে।

Advertisements

Advertisements

এদিন বোলপুরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সম্মেলনে অনুব্রত মণ্ডল বাজেট নিয়ে প্রশ্ন উঠলে খোঁচা দিয়ে বলেন, ‘পশ্চিমবঙ্গের জন্য কিছু করবে না, লোকটা ভালো নয়’। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে ওরা (বিজেপি) ভ’য়ঙ্কর খেলা খেলতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। আর এই ভ’য়ঙ্কর খেলা রুখে দিতে এগিয়ে আসতে বলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। যদিও অনুব্রত মণ্ডলের এই আশঙ্কা ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন তাহলে কি নির্বাচন ঘোষণার আগেই অনুব্রত মণ্ডল বিরোধীদের জন্য বীরভূমের জমি ছেড়ে দিলেন?

Advertisements

সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখার সময় অনুব্রত মণ্ডল বলেন, “নরেন্দ্র মোদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নেতাজির জন্মদিনে মমতা ব্যানার্জিকে অপমান করলেন। আপনারা তো মহিলা। আপনাদের বিবেকে লাগে নাই? মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী তিনি ওতো মহিলা। তাকে যদি কেউ অপমান করে আপনাদের বিবেকে লাগবেনা? আপনারা কি চুপচাপ থাকবেন? না, কেউ থাকবেন না। ব্যালটে জবাব দেবেন। এবারে ভ’য়ঙ্কর খেলা ওরা খেলবে।”

এরপর অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হলে বাজেট প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি বলেন, “পশ্চিমবঙ্গের জন্য কিচ্ছু করবে না। আর যা করবে মিথ্যা কথা, ভাওতাবাজি। ওই লোকটা ভালো নয়। বাংলার জন্য কিছু করে নাই। ও যা করবে নিজের জন্যে করবে।”

Advertisements