‘জয় শ্রীরাম বলা অন্যায় নয়, কিন্তু ওই মিটিংয়ে’, অনুব্রত মণ্ডল

Himadri Mondal

Updated on:

Advertisements

হিমাদ্রি মণ্ডল : নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে ভিক্টোরিয়ায় আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার জন্য মঞ্চে উঠলে দর্শকাসন থেকে ভেসে আসে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। যার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপমানিত বোধ করে কোনো বক্তব্য না রেখে মঞ্চ ছাড়েন। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় বঙ্গ রাজনীতি। পক্ষে-বিপক্ষে নানান সওয়াল উঠছে এই ঘটনাকে কেন্দ্র করে।

Advertisements

Advertisements

আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সরাসরি বললেন, “মমতা ব্যানার্জিকে ডেকে অপমান করার কোন অধিকার নাই।” তবে অনুব্রত মণ্ডলের মন্তব্য, ‘জয় শ্রীরাম বলা তো অন্যায়ই নয়। কিন্তু ওই মিটিংয়ে কেন?”

Advertisements

রবিবার বীরভূমের মহঃবাজারে আয়োজিত তৃণমূলের জনসভায় বক্তব্য রাখার সময় অনুব্রত মণ্ডল ভিক্টোরিয়ার প্রসঙ্গ তোলেন। আর সেই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। প্রথমেই ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি বলেন, “নরেন্দ্র মোদি কালকে কিছু একটা ঘটনা ঘটেছে কিনা আমি জানিনা। উনি চোখে দেখতে পেয়েছেন কিনা জানিনা।” এর পরেই তিনি বলে ওঠেন, “মমতা ব্যানার্জিকে ডেকে অপমান করার তার কোন অধিকার নাই।”

অনুব্রত মণ্ডল বলেন, “মিটিংটা ছিল সরকারি। সেখানে বলা হয়েছে জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলা অন্যায় নয়। কিন্তু কেন ওই মিটিংয়ে বলবে? বাংলার সংস্কৃতি তুমি জানো না। বাংলার ইতিহাস তুমি জানো না। তুমি বাংলার কোন ইতিহাস জানো না।”

পাশাপাশি এদিন তিনি অন্যান্য দিনের মতোই আসন্ন বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ এই দাবি করেন। বলেন, “খেলা হবে। এই ভ’য়ঙ্কর খেলা হবে। বুথে বুথে খেলা হবে। চকলেট থাকবে। বিস্কুট থাকবে, খাওয়া-দাওয়ার ব্যাপারে। অন্যর ব্যাপারে অন্য কিছু থাকবে। জল থাকবে। যে যেখানে ভোটে দাঁড়াবে তারা আম্পায়ারের ভূমিকা পালন করবে।”

Advertisements