নিজস্ব প্রতিনিধি : নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনাকে বুধবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি চক্রান্ত বলে অভিযোগ করলেন। অভিযোগ করার পাশাপাশি তিনি ভয়ঙ্কর আন্দোলনের হুঁশিয়ারিও দিলেন। নিজের বাসভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার পর সাংবাদিক বৈঠক ডেকে অনুব্রত মণ্ডলকে এমন হুঁশিয়ারি দিতে দেখা যায়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন, “নন্দীগ্রামের মুখ্যমন্ত্রী আক্রান্ত বুঝতেই পারছেন আমাদের মন মেজাজ ভালো নাই।” এমনটা বলার পাশাপাশি তিনি এই ঘটনাকে চক্রান্ত বলে অভিযোগ করে জানান, “এটা চক্রান্ত করে করা হয়েছে। একেবারে ১০০ শতাংশ চক্রান্ত। এটা জেনে বুঝেই করা হয়েছে। তার জন্য ভয়ঙ্কর আন্দোলনে নামবো, শুধু একবার মুখ্যমন্ত্রীকে মুখটা খুলতে দিন। যে আন্দোলন করবো দেখে ঘাবড়ে যাবে।”
এখানেই ক্ষান্ত হননি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এর পাশাপাশি তিনি এই ঘটনার জন্য দায় চাপিয়েছেন নির্বাচন কমিশনের উপর। তার কথায়, “ইলেকশন কমিশনার সম্পূর্ণ দায়ী। উনাকে এর দায় নিতে হবে। নইলে খুঁজে বের করতে হবে কে করেছে।”
[aaroporuntag]
এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনাকে যারা নাটক বলছেন তাদের কড়া আক্রমণ করে অনুব্রত মণ্ডল বলেন, “অর্জুন সিং বিজেপির লোক। জয়প্রকাশ বলছে ডাক্তার কোথায়? উনি ওখানে ছিলেন নাকি? বিজেপির ক্যামেরা ছিল নাকি? বিজেপির কোন সাংবাদিক ছিল নাকি? তাহলে এটা পুরো গটআপ। উনি করেছেন। উনাদের (বিজেপি) চক্রান্ত। এই চক্রান্ত বাংলার মানুষ মেনে নেবে না। বাংলার মহিলা মমতা ব্যানার্জিকে আঘাত করবে বাংলার মানুষ মানবে না।”