হিমাদ্রি মন্ডল : বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল স্লোগান তুলেছেন ‘খেলা হবে’। আর এই শ্লোগানকে অনুসরণ করেই জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাকর্মীদের বাইক মিছিল থেকে শুরু করে পদযাত্রা করতে দেখা যাচ্ছে। তবে এবার তারই পাল্টা দিতে দেখা গেল বিজেপিকে। বীরভূমের সিউড়িতে বিজেপি কর্মীরা স্লোগান তোলেন, ‘খেলা হবে, গেরুয়া ঝড়ে উড়ে যাবে’।
শনিবার সিউড়িতে বিজেপির সংখ্যালঘু মোর্চার একটি পদযাত্রা আয়োজন করা হয়। আর সেই পদযাত্রাতেই তৃণমূলের বিরুদ্ধে এবং তৃণমূলের ‘খেলা হবে’ শ্লোগানের বিরুদ্ধে শ্লোগান তুলতে দেখা যায় বিজেপির নেতা কর্মীদের। পাশাপাশি পদযাত্রা শেষে বিজেপি নেতারা দাবি করেন, ‘খেলা হলে তৃণমূল বল করলে আমরা ছক্কা হেঁকে উড়িয়ে দেবো।’
বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সুমিত মন্ডল জানান, “খেলা হবে স্লোগান আমরা তুলিনি। তুলেছিল তৃণমূলের হা’র্মাদরা। তবে এবার খেলা হলে ক্রিকেটের মাঠে যেমন ব্যাটসম্যানের সাথে বোলারের ভূমিকা থাকে, ওরা যদি বল করে আমরা ছক্কা হাঁকাবো।”
ছক্কা হাঁকানোর বিশ্লেষণে ওই বিজেপি নেতা জানান, “আজ আমরা বুথে বুথে ছড়িয়ে পড়েছি। যেভাবে সংখ্যালঘু ভাইয়েরা আশীর্বাদ করছেন এবং গোটা বীরভূম জেলা জুড়ে যেভাবে ভারতীয় জনতা পার্টির উপর মানুষ আশীর্বাদ করছেন তাতে প্রতিরোধের মাধ্যমেই আমরা খেলাটা দেখিয়ে দেবো।”
প্রসঙ্গত, বিজেপির এই তরুণ নেতা গত লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন। আর তিনি বিজেপিতে যোগদান করেই নিজেকে অনুব্রত মণ্ডলের ভাইপো বলে দাবি করেছিলেন। যদিও তা নিয়ে চরম বিতর্ক হয় জেলার রাজনীতিতে। অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন, কালেও তার কোন ভাই নেই, তাহলে আবার ভাইপো!