সৌরভের বিসিসিআই সভাপতি হওয়া নিয়ে ‘বাঙালি’ প্রসঙ্গ টেনে তৃণমূলকে কটাক্ষ অনুপমের

নিজস্ব প্রতিবেদন : রবিবার নাটকের পর অবশেষে মহারাজ দখল করেন তাঁর ক্রিকেটের রাজ সিংহাসন। বিসিসিআই সভাপতি হিসাবে মনোনয়ন জমা দেন সৌরভ গাঙ্গুলী। নির্বাচন হবে না একপ্রকার নিশ্চিত হয়েই সৌরভের শুধু সময়ের অপেক্ষায় বিসিসিআই সভাপতি পদে বসার জন্য। সৌরভ গাঙ্গুলীর এমন সাফল্যে গর্বিত বাঙালিরা।

তবে এরই মাঝে সৌরভের বিসিসিআই সভাপতি মনোনীত হওয়া নিয়ে বিজেপি যোগ সম্পর্কিত উঠছে নানান প্রশ্ন। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অথবা বিসিসিআই সভাপতি কারোর বক্তব্যই এমন জল্পনাকে সম্মতি দেয় না। তবে এ সব জল্পনার মাঝেই আগামী ২৩ শে অক্টোবর বিসিসিআইয়ের সাধারণ সভায় সৌরভ গাঙ্গুলির নাম বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা হবে বলেই সূত্রের খবর।

তবে সৌরভ গাঙ্গুলীর বিসিসিআই সভাপতি হওয়া নিয়ে ‘বাঙালি’ প্রসঙ্গ টেনে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরা। তার মন্তব্যে এটাও স্পষ্ট যে, বিজেপিই সৌরভ গাঙ্গুলীকে বিসিসিআইয়ের সভাপতি হিসাবে মনোনীত করেছে। অন্তত ফেসবুকে তাঁর পোস্টের কটাক্ষে এমনটাও স্পষ্ট। তিনি ফেসবুকে ঠিক কি লিখেছেন?

সৌরভ গাঙ্গুলী সভাপতি মনোনীত হওয়ার পর অনুপম হাজরা ফেসবুকে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, “…তৃণমূল নেত্রীর কথায় বিজেপি নাকি বাঙালি-বিদ্বেষী…সত্যিই বিজেপি এতো বাঙালি-বিদ্বেষী যে একজন বাঙালিকেই BCCI এর সভাপতি পদে মনোনীত করল…!!!”

যদিও সৌরভ গাঙ্গুলীর বিসিসিআই সভাপতি পদে মনোনীত হওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সৌরভের সাথে বিজেপির কোন রাজনৈতিক চুক্তি হয়নি। সৌরভ গাঙ্গুলী বিসিসিআই সভাপতি হয়েছেন বিসিসিআইয়ের নিয়ম অনুসারেই।