প্যান কার্ড দিয়েই ৫০০০০ টাকা লোন, কিভাবে করবেন আবেদন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্যান কার্ডের গুরুত্ব আমরা প্রত্যেকেই জানি। যেকোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যান কার্ড এখন ব্যাঙ্ক, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড অথবা অন্য কোন বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত ভূমিকা পালন করে। আবার প্যান কার্ড না থাকলে মোটা অংকের টাকা লেনদেন করতে দেওয়া হয় না ব্যাঙ্কে। প্যান কার্ডের এই সকল গুরুত্বের মাঝেই জানেন কি প্যান কার্ড দিয়েই মিলতে পারে লোন।

Advertisements

বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে লোনের চাহিদা বৃদ্ধি পেয়েছে। লোনের চাহিদা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যাংক এবং লোন প্রদানকারী সংস্থাগুলি লোন দেওয়ার ব্যবস্থাকে সহজলভ্য করেছে। তবে তাহলেও বিভিন্ন সময় লোন পেতে নানান সমস্যার সম্মুখীন হতে হয় ঋণগ্রহীতাদের। এই পরিস্থিতিতে প্যান কার্ডের মাধ্যমেই ৫০ হাজার টাকা পার্সোনাল লোন পাওয়া যেতে পারে।

Advertisements

অধিকাংশ ব্যাংক প্যান কার্ডের ভিত্তিতে ৫০ হাজার টাকা পর্যন্ত পার্সোনাল লোন দিয়ে থাকে। তবে এই পার্সোনাল লোন দেওয়ার আগে ব্যাংক কর্তৃপক্ষ ওই ব্যক্তির সিবিল স্কোর দেখে নেন। এর মাধ্যমে বোঝা যায় ওই ব্যক্তি লোন গ্রহণ করার পর তা সঠিক সময়ে এবং সঠিক নিয়ম মেনে জমা করেন কিনা অথবা সঠিক সময়ে ইএমআই জমা দেন কিনা।

Advertisements

যদি কোন ব্যক্তির সিবিল স্কোর ঠিকঠাক থাকে তাহলে ওই ব্যক্তি প্যান কার্ডের মাধ্যমে ব্যাংকে পার্সোনাল লোনের আবেদন করতে পারেন এবং ৫০ হাজার টাকা পর্যন্ত এই লোন পেতে পারেন। গৃহঋণ অথবা গাড়ি ঋণ নেওয়ার ক্ষেত্রে কাগজপত্র এবং অন্যান্য বিভিন্ন ঝামেলা থাকলেও এই পার্সোনাল লোনের ক্ষেত্রে এই সকল ঝামেলা নেই। তবে পার্সোনাল লোনের উপর ঋণগ্রহীতাদের অনেক বেশি সুদ গুনতে হয়।

প্যান কার্ডের মাধ্যমে পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে আরও কিছু নথির প্রয়োজন হয়ে থাকে। এর মধ্যে অন্যতম হলো এক্সপেরিয়েন্স সার্টিফিকেট। সিবিল স্কোর ভালো থাকা এবং অন্যতম দু’বছর কাজের এক্সপেরিয়েন্স থাকলে প্যান নম্বরের আবেদনের ভিত্তিতে সহজেই পাওয়া যায় পার্সোনাল লোন।

Advertisements