Apple overtakes Samsung to take first place in global smartphone sales: স্মার্টফোনের মার্কেটে এতদিন একচ্ছত্র আধিপত্য করেছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। বিগত ২০১০ সাল থেকে এই কোম্পানির জায়গা কেউ নিতে পারেনি। কিন্তু সম্প্রতি সেই জায়গা নিয়ে নিলো এই মার্কিন সংস্থাটি (Apple vs Samsung)। জানলে অবাক হবেন যে, স্মার্টফোন শিপমেন্টের নিরিখে বিশ্বের এক নম্বর কোম্পানি হলো স্যামসাং। কিন্তু, বিগত বছর স্যামসাংকে পিছনে ফেলেছে আইফোন প্রস্তুতকারক কোম্পানি অ্যাপেল। কেনো এমন হলো জানেন কি আসল কারণ?
বিশ্ব স্মার্টফোন বাজার ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (IDC) তথ্য অনুসারে বিগত বছরে বহু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। স্মার্টফোন বিক্রি ভীষণই কমে গেছিল ২০২২ সালের তুলনায় বিক্রি কমেছে ৩.২ শতাংশ। বছরের প্রথম মন্দ গেলেও দ্বিতীয়ার্ধ থেকে চাঙ্গা হতে শুরু করে বাজার। সেই জায়গাতেই শীর্ষে পৌঁছেছে অ্যাপেল। আসলে শাওমির মতো কোম্পানিগুলির ফোন ২০২৩ সালের শেষে ভালই বিক্রি হচ্ছিল তাও কম দামে। প্রতিযোগিতার বাজারে কিন্তু অবশেষে বিজেতা হয়েছে অ্যাপেল (Apple vs Samsung)। অ্যাপেল শুধু প্রথম স্থান পেয়েছিল তা নয়, প্রথমে তিনে থাকা কোম্পানিগুলির মধ্যে একমাত্র অ্যাপেল ইতিবাচক বৃদ্ধি এনেছে।
বহু কোম্পানিকে পিছনে ফেলে নিজের জায়গা মজবুত করেছে আইফোন। গত বছর অ্যাপেল স্মার্টফোন বিক্রি করেছে মোট ২৩৪.৫ মিলিয়ন। আর অন্য আরেকটি কোম্পানি স্যামসাং বিক্রি করেছে ২২.৬ কোটি ডিভাইস (Apple vs Samsung)। সম্প্রতি মার্কেটে লঞ্চ হয় অ্যাপেল আইফোন 15। স্মার্টফোন-প্রেমীদের কাছে এটি একটি প্রিয় জিনিস।
আরও পড়ুন ? iPhone: জানুন আইফোনে ব্যবহৃত ‘i’ এর আসল রহস্য! অ্যাপেল কেনই বা এটি ব্যবহার করে
পরিসংখ্যান অনুযায়ী, অ্যাপেল যত স্মার্টফোন বিক্রি করে তার মধ্যে ২০ শতাংশ হলো আইফোন 15। বর্তমানে প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা কিন্তু বহুগুণ বেড়ে গেছে। বিশ্ব স্মার্টফোন বাজারে এই মার্কিন সংস্থার দখল বর্তমানে ২০.১ শতাংশ আর স্যামসাংয়ের দখল ১৯.৭ শতাংশ(Apple vs Samsung)।
এইসব পরিসংখ্যান থেকে কিন্তু স্যামসাং মনস্তাত্ত্বিক ভাবে আঘাত পেতে পারে। কিন্তু খুব শীঘ্রই পরিস্থিতির পরিবর্তন হবে। পরিসংখ্যান প্রকাশ্যে আসে স্যামসাংয়ের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S24 সিরিজ লঞ্চ হওয়ার আগে। এই স্মার্টফোনটি সিরিজ বাজারের ট্রেন্ড ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আইফোন 15 সিরিজকেও জোরদার লড়াইয়ের মুখে ফেলতে পারে। তবে স্যামসাংকে পিছনে ফেলে বহু দুর এগিয়ে গেছে আইফোনের সৃষ্টিকর্তা অ্যাপেল।