iPhone: জানুন আইফোনে ব্যবহৃত ‘i’ এর আসল রহস্য! অ্যাপেল কেনই বা এটি ব্যবহার করে

Know the real secret of ‘i’ used in iPhone: গোটা পৃথিবীতে অ্যাপেলের আইফোন (iPhone) ব্যবহার করেন বহু মানুষ। এই ধরনের ফোন ব্যবহার করার প্রতি মানুষের একটা আকর্ষণ কাজ করে। যখনই অ্যাপেল কোনও প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে মানুষের মধ্যে নতুন উন্মাদনা কাজ করে। অ্যাপেলের প্রতিটা প্রোডাক্ট যেনো এক নতুন আকর্ষণ। স্টিভ জোবসের এই সংস্থা কখন কি নতুন জিনিস বাজারে আনছে বিশ্বের মানুষ তারই অপেক্ষায় থাকে সর্বক্ষণ। তা সে অ্যাপেলের আইম্যাক থেকে শুরু করে আইপড, আইফোন, আইপ্যাড কিংবা আইটিউনস যাই হোক না কেনো সবকিছুই যেন মানুষের চিন্তাভাবনার থেকে অনেক বেশি। তবে কজন বলতে পারবেন অ্যাপেলের যে কোনও জিনিসের আদ্যক্ষর ‘আই’(i) দিয়ে কেন শুরু হয়? এর সঠিক অর্থ কি বলতে পারবেন?

বহু বিশেষজ্ঞ বলেছেন যে, এই ‘আই’ হলো আসলে ইন্টারনেট, ইন্টারনেট বোঝানোর জন্যই এর ব্যবহার করা হয়েছে। অ্যাপেল (iPhone) ১৯৯৮ সালে আই ম্যাক কম্পিউটার বাজারে আনে এবং পাশাপাশি নিজেদের বিভিন্ন পণ্যের নামের আগে ‘আই’ অক্ষর ব্যবহার করা শুরু করে। সংস্থার কর্তা স্টিভ জোবস সেই সময় জানিয়েছিলেন, আই ম্যাকের কম্পিউটার সারা পৃথিবীতে গ্রাহকদের সব থেকে ভালো পরিষেবা প্রদান করবে।

বিশ্ববাসীর সেই সময় থেকেই ইন্টারনেটের সঙ্গে পরিচিতি ঘটতে শুরু করে। জোবস সব সময় জোর দিতেন ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য। কিন্তু অ্যাপেল এর পক্ষ থেকে জানানো হয় যে, ‘আই’ (iPhone) অর্থে শুধুমাত্র ইন্টারনেট বোঝায় না, এর মধ্যে লুকিয়ে আছে অন্তর্নিহিত গভীর কারণ। ‘আই’ মানে হল ‘ইন্ডিভিজুয়াল’, ‘ইনস্ট্রাক্ট’, ‘ইনফর্ম’ এবং ‘ইনস্পায়ার’। আই অর্থ বলতে নিজের বা পার্সোনালও বোঝানো যায়।

অ্যাপেল এর পক্ষ থেকে মত প্রকাশ করা হয়েছে যে, সংস্থার এক একটা পণ্যের ‘আই’ এক এক অর্থের। আইফোন (iPhone) মানে হল নিজস্ব বা নিজের অর্থাৎ ‘ইন্ডিভিজুয়াল’। তেমনই আই ম্যাকের ‘আই’ অর্থে ইনস্ট্রাক্ট, অর্থাৎ শিক্ষার প্রসার ঘটানোর জন্যই এর সৃষ্টি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইম্যাক হল এমন ধরনের কম্পিউটার যার সব সময় সঠিক তথ্য প্রদান করবে এবং প্রত্যেকটা গ্রাহককে ইন্সপায়ার করবে। ইনস্ট্রাকশন বা নির্দেশ মানতেও অদ্বিতীয় এই কম্পিউটার।

কিন্তু কয়েক বছর ধরে অ্যাপেলের ‘আই’ তার জৌলুস কিছুটা হলেও হারিয়ে ফেলেছে। অ্যাপল পরবর্তীকালে বেশ কিছু পণ্য বাজারে এনেছে যেমন অ্যাপল টিভি বা অ্যাপল ওয়াচ। কিন্তু সবেতেই সেই ‘আই’ অনুপস্থিত। প্রাচীন ধ্যান-ধারণা থেকে বেরিয়ে নতুন প্রযুক্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি অ্যাপেল। ধরুন আইফোন এসই-এর S মানে হল স্পিড। আবার যেমন অ্যাপেল তাদের স্মার্ট ঘড়িকে ‘আইওয়াচ’ না বলে বলছে ‘অ্যাপেল ওয়াচ’। সেরকমই অ্যাপেল মিউজিক কিংবা অ্যাপেল টিভির ক্ষেত্রেও এখন আর ‘আই’ আদ্যক্ষর ব্যবহার করা হয়না।