Advertisements

Cluster Concept in WBCHSE: উচ্চমাধ্যমিকের পড়াশোনার নিয়মে আসছে বদল! শেষ হচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের এক স্কুলে বসে থাকার দিন

Antara Nag

Published on:

With the introduction of Cluster Concept in WBCHSE, the days of teachers sitting in one school are coming to an end: উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় আসছে নতুন পদ্ধতি। পরীক্ষার পদ্ধতিতে যেমন বদল আসছে, তেমনি বদল আসতে চলেছে পঠন-পাঠনের ক্ষেত্রেও। ২০২৪ সাল থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ চালু করেছে উচ্চমাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি। এবার এই পদ্ধতির পাশাপাশি পড়াশোনার বিষয়ে ক্লাস্টার পদ্ধতি (Cluster Concept in WBCHSE) নিয়ে আসার পরিকল্পনা চলছে সংশ্লিষ্ট বোর্ডে। যে পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের তরফ।

Advertisements

প্রসঙ্গত, গত ৮ই মে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। আর সেই ফলাফলে চোখ বোলাতেই উঠে এসেছে অবাক করা তথ্য। দেখা গিয়েছে, এবারে রাজ্যে মোট পাশের হার রয়েছে ৯০%। কিন্তু আশ্চর্যের বিষয় তার মধ্যে ৬০ শতাংশ ছাত্র-ছাত্রী পেয়েছেন ৬০ শতাংশের নীচে নম্বর। এই খারাপ ফলাফলের কারণ হিসেবে স্কুলের শিক্ষকের অভাবকে দায়ী করেছেন সংসদ-সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আর সেই ঘাটতি পূরণে ক্লাস্টার কনসেপ্ট (Cluster Concept in WBCHSE) বিষয়টি তুলে ধরেন সংসদ সভাপতি।

Advertisements

কি এই ক্লাস্টার কনসেপ্ট? এই বিষয়ে সংসদ তরফে জানানো হয়েছে, যে সমস্ত স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের অভাব রয়েছে সেই সমস্ত স্কুলেই চালু হবে ক্লাস্টার পদ্ধতি। যার অর্থ হল শিক্ষক-শিক্ষিকাদের ঘাটতি পূরণ করা। অর্থাৎ যে স্কুলে শিক্ষক-শিক্ষিকার ঘাটতি রয়েছে সেই স্কুলে গিয়ে আশেপাশের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ক্লাস নিতে হবে।

Advertisements

আরও পড়ুন ? HS Result 2024: স্কুলের মধ্যে উচ্চমাধ্যমিকে প্রথম হয়ে নজরকাড়া রেজাল্ট ছেলের, কিছুই জানতেন না দিনমজুর বাবা!

বিষয়টি কিভাবে পরিচালনা হবে তা আরো খোলসা করে জানিয়েছেন খোদ সাংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উদাহরণ স্বরূপ তিনি বুঝিয়েছেন, কোনো এক স্কুলে একটি নির্দিষ্ট বিষয়ে শিক্ষক-শিক্ষিকার অভাব রয়েছে। অপরদিকে তার পাশের স্কুলেই সেই বিষয়টিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক। সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকার ঘাটতি পূরণে এই ক্লাস্টার পদ্ধতি অনুসরণ করা হবে। কিভাবে? এক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়াদের পাশের স্কুলে পাঠিয়ে সেই বিষয়ে পড়াশোনার ব্যবস্থা করা হবে। তা না হলে শিক্ষক-শিক্ষিকাকে সংশ্লিষ্ট স্কুলে গিয়ে পড়ুয়াদের ক্লাস নিতে হবে। শুধু তাই না, সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন প্রয়োজন হলে অধ্যাপক-অধ্যাপিকাদেরও স্কুলে এসে পড়াতে হবে।

তবে এ বিষয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আরো বলেন যে, বহু জায়গাতেই এই ক্লাস্টার পদ্ধতি (Cluster Concept in WBCHSE) অনুসরণ করা হচ্ছে। ফলেই বহু বছর ধরেই উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক-শিক্ষিকাদের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। সেই ঘাটতি পূরণেই এই ক্লাস্টার পদ্ধতির পরিকল্পনা চলছে রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের মধ্যে। তবে কবে থেকে এই পদ্ধতি চালু হবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়নি।

Advertisements