Metro Smart Card: কপালে দুর্গতি, বেড়ে গেল মেট্রো স্মার্ট কার্ডের খরচ, তবে মিলবে বাড়তি সুবিধাও

As the cost of Metro Smart Card is increasing, so are the benefits: কলকাতা মেট্রোর স্মার্ট কার্ডের (Metro Smart Card) খরচ বাড়ার সাথে সাথে জুন মাসের ১ তারিখ থেকে বেড়ে যাবে মেট্রোতে যাতায়াতের খরচও। জানলে অবাক হবেন এবার থেকে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ডের খরচ বেড়ে হবে ৩০ টাকা। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১লা জুন থেকে কলকাতা মেট্রোর সমস্ত লাইনেই চালু হবে মেট্রোর স্মার্ট কার্ডের এই বাড়তি দাম।

কত বাড়তি ভাড়া দিতে হবে মেট্রোর যাত্রীদের? এতদিন পর্যন্ত মেট্রোর স্মার্ট কার্ড (Metro Smart Card) এ খরচ হতো ১২০ টাকা, কিন্তু এবার থেকে দাম বাড়ার পর এই ভাড়া হবে ১৩০ টাকা। তবে মেট্রো কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছেন যে, যদিও স্মার্ট কার্ডে বর্তমানে দাম বৃদ্ধি করা হয়েছে, তবুও যাত্রীরা পাবে বেশ কিছু বাড়তি সুবিধা।

জেনে নিন কি বাড়তি সুবিধা থাকছে যাত্রীদের জন্য? নতুন স্মার্ট কার্ড (Metro Smart Card) ডিপোজিট মানি হল ৮০ টাকা, আগেও এই টাকাই ছিল। কিন্তু মেট্রো বিজপ্তি দিয়েছি যে, বেড়ে যাচ্ছে স্মার্ট কার্ডের ব্যবহার মূল্য। অর্থাৎ একজন ব্যক্তি যদি ১৫০ টাকা দিয়ে স্মার্ট কার্ড নেয় তাহলে আগের হারে ৪৪ টাকা রাইড ভ্যালু পাওয়ার বদলে নতুন হারে পাবেন ৭৭টাকা। অর্থাৎ অতিরিক্ত ৩০ টাকা দিয়ে ৩৩ টাকা রাইড ভ্যালু বেশি পাবেন মেট্রো যাত্রীরা।

মেট্রো রেলওয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে, যাদের কাছে পুরনো স্মার্ট কার্ড আছে তাদের জন্য নয় বরং যেসব যাত্রীরা নতুন করে কার্ড (Metro Smart Card) কিনবেন তাদের জন্য এই নতুন নিয়ম প্রযোজ্য। এই নতুন নিয়মের ফলে কমবে খুচরোর সমস্যা। যাত্রীদের আর দীর্ঘক্ষণ লাইন দিয়ে খুচরোর জন্য অপেক্ষা করতে হবে না। যাত্রীদের সুবিধার জন্য মেট্রো কর্তৃপক্ষ চালু করেছে এই নতুন নিয়ম।

তবে মেট্রো কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে, এই নতুন নিয়মের ফলে আখেরে লাভ হয়েছে যাত্রীদের। মাসের পয়লা তারিখে যারা এই নতুন স্মার্ট কার্ড কিনবেন তারা পেয়ে যাবেন কিছু বাড়তি সুবিধা। এছাড়া স্মার্ট কার্ডের ক্ষেত্রেই শুধুমাত্র দামের পরিবর্তন হচ্ছে। যাত্রীদের মধ্যে বিভ্রান্তি কাটানোর জন্য বারে বারে স্টেশনে এ বিষয়ে ঘোষণা করা হয়েছে। এমনকি টিকিট কাউন্টারের ডিসপ্লে বোর্ডেও টিকিটের নয়া দাম নিয়ে ঘোষনা করা হয়েছে।