মাত্র ১ টাকায় রোগী দেখে নজির সৃষ্টি করে চলেছেন বাংলার এই চিকিৎসক

অমরনাথ দত্ত : চিকিৎসার জন্য ডাক্তারদের কাছে যখন সাধারণ মানুষদের টাকার পর টাকা গুনতে হয়, ফি বাবদ অনেক বেশি টাকা নেওয়ার যখন অভিযোগ ওঠে চিকিৎসকদের বিরুদ্ধে, ঠিক সে সময়ই এই বাংলার বীরভূমেই সামনে এলো ভিন্ন ধরনের এক ডাক্তারের চিকিৎসা ব্যবস্থা। তিনি শুধু ডাক্তার নন, তিনি দুঃস্থ, দরিদ্র, গরিবদের কাছে ভগবান। কারণ তাঁকে দেখাতে বা তাঁর কাছে চিকিৎসা করাতে মোটা টাকা গুনতে হয় না, লাগে মাত্র ১ টাকা।

মাত্র ১ টাকাতেই বর্তমান সময়ে চিকিৎসা করেন তিনি! শুনে হয়তো ভিমরি খাবেন, কিন্তু এমনই এই ডাক্তারের খোঁজ পাওয়া যায় বীরভূমের বোলপুরের হরগৌরী তলায়। তিনি আর কেউ না, তিনি হলেন ডাক্তার সুশোভন ব্যানার্জি (এমবিবিএস), (এমএফপিএ), (ডিসিপি)। শুধু তাই না তিনি একজন গোল্ড মেডেলিস্টও। এমন একজন স্বনামধন্য ডাক্তার রোগী দেখার জন্য রোগীদের কাছ থেকে নেন মাত্র ১ টাকা।

আর এই স্বল্প মূল্যে চিকিৎসার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন তাঁর কাছে। সাধারণ মানুষের কাছে তিনি শুধু ডাক্তার নন, ভগবান রূপে পরিগণিত।

গত সোমবার থেকে এনআরএসে জুনিয়র ডাক্তারদের উপর দুষ্কৃতীদের হামলার পর রাজ্যজুড়ে চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই সময়ও তিনি তাঁর ধার্য্য মাত্র ১ টাকাতেই চিকিৎসা দিতে অবিচল। যখন দিকে দিকে ডাক্তারেরা কর্মবিরতিতে নেমেছেন, যখন তারা গন ইস্তাফার পথে, তখনও এই ডাক্তার সুশোভন ব্যানার্জি তাঁর চিকিৎসালয় একের পর এক রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে তিনি জানান, “ডাক্তারদের উপর হামলা যেমন তিনি সমর্থন করেন না, ঠিক তেমনি ডাক্তারদের কর্মবিরতি কেউ সমর্থন করেন না। প্রতিবাদের পথ অন্য হওয়া উচিত, ৫ মিনিট বা আধ ঘন্টা কলম নামিয়ে প্রতিবাদ হোক। কারণ মুমূর্ষ প্রায় রোগীরা তো নিজেদের প্রাণ বাঁচাতেই ডাক্তারের হাত ধরে।”

চারিদিকে যখন রোগীরা ডাক্তারের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন তখন এমন স্বল্প খরচের ডাক্তারকে হাতের কাছে পেয়ে তারা জানান, “চারদিকে যা শুনছি তাতে ভেবেই উঠতে পারিনি আজ চিকিৎসা হবে। এদিক ওদিকের যখন ডাক্তার-খানা বন্ধ তখন এখানে এসেই একমাত্র দেখলাম সব ঠিকঠাক।”

ডাক্তার সুশোভন ব্যানার্জির কাছে চিকিৎসা করাতে আসা আরও এক শিশুর বাবা জানান, “আজ যখন সব জায়গায় বন্ধ তখন এই ভগবানের দরজা খোলা। তিনি মাত্র ১ টাকায় রোগীদের চিকিৎসা করেন। আর আজকের মতো দিনে সকলে এসে ভিড় করছেন এখানে।”

ডাক্তার নিয়ে যখন তুলকালাম গোটা রাজ্য ঠিক সে সময়ে এমন একজন ডাক্তারের খোঁজ, যেন সাক্ষাৎ ভগবানের, যিনি বছরের পর বছর ধরে এভাবেই দিয়ে আসছেন চিকিৎসা পরিষেবা।