ATM থেকে পোস্ট অফিস, আগামীকাল থেকে ৭ নিয়মে বদল

নিজস্ব প্রতিবেদন : আগামীকাল অর্থাৎ আগস্ট মাসের প্রথম দিন থেকে একাধিক ক্ষেত্রের নিয়মে বদল ঘটতে চলেছে। এই সকল নিয়মের মধ্যে রয়েছে পোস্ট অফিস, এটিএম সহ ৭টি ক্ষেত্র। এই সকল নিয়মের বদল সম্পর্কে আগেই জেনে রাখা অত্যন্ত জরুরী।

১) মাসের শুরুতেই সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়ে থাকে। জুলাই মাসের প্রথমেই ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বেড়েছিল ২৫ টাকা। যে কারণে অধিকাংশ গৃহস্থালী তাকিয়ে রয়েছেন মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম পুনরায় বাড়ি নাকি গৃহস্থালিদের সুরাহা দিতে দাম কমে।

২) আগস্ট মাস থেকে বাড়ছে এটিএম ব্যবহারের চার্জ। টাকা তোলা অথবা অন্যান্য ট্রানজেকশনের ক্ষেত্রে বিনামূল্যে ব্যবহারের উর্ধ্বসীমা পার হয়ে যাওয়ার পর বাড়তি চার্জ হিসাবে দিতে হবে ১৭ টাকা। যা এর আগে ছিল ১৫ টাকা।

৩) কর্মচারীদের বেতন পাওয়ার ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘোষণা অনুযায়ী বাড়ছে সুবিধা। রবিবার বা অন্য কোন ছুটির দিনেও এবার থেকে পাওয়া যাবে মাসিক বেতন। অর্থাৎ আগে যেখানে ব্যাঙ্কের ছুটি পড়লে বেতন ওয়ার্কিং ডে’র জন্য আটকে থাকতো, সেই জায়গায় আর বেতন আটকে থাকবে না।

৪) কর বকেয়া থাকলে দিতে হবে জরিমানা। সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে চাকুরীজীবী অথবা সংস্থা উভয় ক্ষেত্রেই এক লক্ষের বেশি বকেয়া থাকলে দিতে হবে জরিমানা।

৫) বাড়িতে বসে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের পরিষেবা নিতে হলে এবার থেকে দিতে হবে বাড়তি চার্জ। পোস্ট অফিসের এই ডোর স্টেপ পরিষেবার জন্য প্রতিটি কলের ক্ষেত্রে গ্রাহকদের দিতে হবে ২০ টাকা এবং জিএসটি।

৬) আইসিআইসিআই ব্যাঙ্কের একাধিক পরিষেবায় বদল ঘটছে আগস্ট মাস থেকে। হোম ব্রাঞ্চ থেকে নগদ মাসে এক লক্ষ টাকা তোলার পর বাড়তি লেনদেনের জন্য আলাদা করে চার্জ দিতে হবে। প্রতি ১০০০ টাকায় ৫ টাকা করে শুল্ক কাটা হবে এবং প্রতি লেনদেনের জন্য ১৫০ টাকা করে বাড়তি চার্জ দিতে হবে।

৭) যে সকল গ্রাহকদের ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে তাদের কেওয়াইসিতে আয়ের তথ্য দিতে হবে। ৩১ জুলাই পর্যন্ত যারা এই কাজটি করেননি তাদের ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।