অটোর সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১ আহত ৮

Himadri Mondal

Updated on:

Advertisements

হিমাদ্রি মন্ডল : কলকাতা থেকে আগত পুণ্যার্থীদের দল দুর্ঘটনার সম্মুখীন হলেন বীরভূমে। অটো ভাড়া করে তীর্থস্থান যাওয়ার সময় তাদের অটোর সাথে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। আর এই দুর্ঘটনার কারণে প্রাণ হারিয়েছেন ১ যুবতি, পাশাপাশি আহত আরও ৮ জন।

Advertisements

জানা গিয়েছে, দুর্ঘটনার সম্মুখীন হওয়া ওই অটোতে মঙ্গলবার চালকসহ মোট ১০ জন যাত্রী ছিলেন। যাত্রীরা প্রত্যেকেই কোলকাতার টালিগঞ্জের সোদপুরের বাসিন্দা। তারা গত রবিবার বীরভূমের একাধিক তীর্থ স্থান ভ্রমণের উদ্দেশ্যে আসেন। প্রথমদিন তারাপীঠ, দ্বিতীয় দিন নলাটেশ্বরী এবং মঙ্গলবার বক্রেশ্বরের দিকে রওনা দিচ্ছিলেন। আর এই বক্রেশ্বরের দিকে রওনা দেওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা।

Advertisements

মঙ্গলবার সকালে বক্রেশ্বর যাওয়ার সময় চন্দ্রপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের সাথে অটোটির মুখোমুখি সংঘর্ষ বাঁধে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই প্রাণ হারান এক যুবতি নিশা দাস। বাকিরা আহত হন। চন্দ্রপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান চিকিৎসার জন্য। পাশাপাশি মৃত ওই যুবতির দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

Advertisements

[aaroporuntag]
আহত যাত্রীদের এক যাত্রী জানিয়েছেন, “আজ আমরা তারাপীঠ থেকে অটো ভাড়া করে বক্রেশ্বর যাচ্ছিলাম। যাওয়ার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের অটোটিকে ধাক্কা দেয়। যার পরেই এই বিপত্তি বাঁধে।”

Advertisements