Post Office Rules: পোস্ট অফিসের নিয়মে বড় বদল, এবার এটি না থাকলে সব বন্ধ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Post Office Rules: পোস্ট অফিসে বিনিয়োগ করতে চান? তাহলে সাবধান! ২০২৩ সালের ১লা এপ্রিল থেকে পোস্ট অফিসের নিয়মে (Post Office Rules) এসেছে বড় পরিবর্তন। এবার থেকে পোস্ট অফিসের স্কিমগুলিতে টাকা ঢালতে চাইলে প্যান (PAN) কার্ডের সাথে আধার সংযুক্ত না থাকলে, আপনার বিনিয়োগ বন্ধ হতে বাধ্য। আয়কর বিভাগের সঙ্গে ক্রস-চেক করে পোস্ট অফিস নিশ্চিত করবে আপনার প্যান এবং আধারের লিঙ্কিং সঠিক হয়েছে কি না। বিন্দুমাত্র অমিল থাকলে, আপনার সমস্ত বিনিয়োগ পরিকল্পনা মুখ থুবড়ে পড়তে পারে।

Advertisements

পোস্ট অফিসের এই নিয়মে (Post Office Rules) পরিবর্তন এনেছে পোস্ট অফিসের সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম বা CBS। প্রোটিন ই-গভ টেকনোলজিসের সঙ্গে যুক্ত হয়ে প্যানের বৈধতা যাচাই করা হবে। ৩০ এপ্রিল, ২০২৪ পর্যন্ত পুরনো সিস্টেম ছিল, তবে ৭ মে, ২০২৪ থেকে নতুন সিস্টেম কার্যকর হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো।

Advertisements

পোস্ট অফিসের পিপিএফ (PPF), এনএসসি (NSC) এবং অন্যান্য ছোট সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ করতে হলে এখন থেকে প্যান কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত থাকা বাধ্যতামূলক। অর্থাৎ, আপনার প্যান বৈধ না হলে, বিনিয়োগে আপনার হাত একেবারে বাধা পড়বে। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বিনিয়োগের ক্ষেত্রে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিনিয়োগ করতে চাইলে প্যান-আধার ঠিকঠাক থাকতেই হবে।

Advertisements

এখন থেকে পোস্ট অফিসের খাতা খুলতে গেলে কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। যদি আপনার অ্যাকাউন্টে ৫০,০০০ টাকার বেশি থাকে, কোনো বছরে ১ লক্ষ টাকার বেশি জমা হয়, বা এক মাসে ১০,০০০ টাকার বেশি তুলতে চান—তাহলে অবশ্যই বৈধ প্যান জমা দিতে হবে। অন্যথায়, সমস্ত বিনিয়োগে থেমে যাবে ব্রেক!

আরও পড়ুন : Post Office NSS Scheme: প্রধানমন্ত্রীর পোস্ট অফিসের এই স্কিমে রেখেছেন ৯.১২ লাখ টাকা! সুবিধা কী কী

তবে, পোস্ট অফিসের এই নিয়মে (Post Office Rules) একটুখানি ছাড়ও রয়েছে। যদি আপনার প্যান না থাকে, তাহলে ফর্ম-৬০ জমা দিয়ে অস্থায়ীভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে শর্ত একটাই—দুই মাসের মধ্যে প্যান জমা দিতেই হবে, নইলে পুরো বিনিয়োগ বাতিল হয়ে যাবে।

এই নতুন নিয়ম বিনিয়োগকারীদের জন্য এক ভয়ংকর সতর্কবার্তা। তাই দেরি না করে দ্রুত আপনার প্যান ও আধার সংযুক্তির কাজ সেরে ফেলুন, না হলে আপনার বিনিয়োগের সমস্ত পরিকল্পনা কেবল স্বপ্নই থেকে যাবে!

Advertisements