নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি বিনিয়োগকারীরাই চান যেন তাদের বিনিয়োগের উপর অনেক বেশি সুদ আসে। যে কারণে তারা সেই সকল বিনিয়োগের জায়গা খুঁজে বেড়ান যেখানে বেশি সুদ পাওয়া যায়। এবারে যে সকল গ্রাহকরা তাদের বিনিয়োগে বেশি সুদ পেতে চাইছেন তাদের জন্য সুখবর দিল অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)। কেননা তাদের তরফ থেকে এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানো হলো।
অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে নতুন সুদের হার কার্যকর করা হয়েছে গত ১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে। ঐদিন থেকে ব্যাংকের তরফ থেকে যে নতুন সুদের হার বসানো হয়েছে তাতে গ্রাহকরা ৭ দিন থেকে ১০ বছরের জন্য জমা টাকার উপর ৩ শতাংশ থেকে শুরু করে ৭.১০ শতাংশ সুদ পাবেন। চলুন নতুন যে সুদের হার চালু করা হয়েছে সেই সুদের হারের চার্ট দেখে নেওয়া যাক।
৩ শতাংশ সুদ পাবেন সেই সকল গ্রাহকরা যে সকল গ্রাহকরা তাদের অর্থ ৭ দিন থেকে ১৪ দিনের জন্য ফিক্সড ডিপোজিটে জমা রাখবেন।
৩ শতাংশ সুদ দেওয়া হবে ১৫ থেকে ২৯ দিনের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে।
৩.৫০ শতাংশ সুদ দেওয়া হবে ৩০ থেকে ৪৫ দিনের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে।
৪.২৫ শতাংশ সুদ দেওয়া হবে ৪৬ থেকে ৬০ দিনের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে।
৪.৫০ শতাংশ সুদ দেওয়া হবে ৬১ দিন থেকে ৩ মাসের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে।
৪.৭৫ শতাংশ সুদ দেওয়া হবে ৩ মাস থেকে ৬ মাসের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে।
৫.৭৫ শতাংশ সুদ দেওয়া হবে ৬ মাস থেকে ৯ মাসের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে।
৬ শতাংশ সুদ দেওয়া হবে ৯ মাস থেকে ১ বছরের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে।
আরও পড়ুন ? Fixed Deposit Interest Rate: ৮ শতাংশের বেশি সুদ! ফিক্সড ডিপোজিটে বড় অফার দিচ্ছে এই ব্যাঙ্ক
৬.৭০ শতাংশ সুদ দেওয়া হবে ১ বছর থেকে ১৫ মাসের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে।
৭.১০ শতাংশ সুদ দেওয়া হবে ১৫ মাস থেকে ২ বছরের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। একই হারে সুদ দেওয়া হচ্ছে দু’বছর থেকে তিন বছরের জন্য এবং তিন বছর থেকে ৫ বছরের জন্য।
অন্যদিকে ৫ বছর থেকে ১০ বছরের জন্য যে সকল বিনিয়োগকারীরা ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখবেন তারা ৭ শতাংশ হারে সুদ পাবেন।