নিজস্ব প্রতিবেদন : একই পরিবারের দুই বউয়ের ভালবাসার টানে রাজমিস্ত্রিদের সঙ্গে মুম্বাই পাড়ি দেওয়ার ঘটনা আমরা দেখেছিলাম। হাওড়ার সেই ঘটনা নিয়ে হুলুস্থুল কাণ্ড হয়েছিল রাজ্য জুড়ে। যদিও এই ঘটনায় পুলিশি তৎপরতা ছিল তুঙ্গে এবং শেষমেষ ওই দুই রাজমিস্ত্রিকে গ্রেফতার করে পালিয়ে যাওয়া দুই গৃহবধূকে ফিরিয়ে আনা হয়।
তবে এবার এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বাংলারই আরেক জায়গায়। এবারের ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়। এই ঘটনা যে পরিবারের সঙ্গে ঘটেছে সেই পরিবারের দাবি, তাদের বাড়ির দুই বউ দুই টোটো চালকের প্রেমে পড়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বাগদা থানার অন্তর্গত সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েত এলাকায়।
অন্যদিকে এই ঘটনার পর যাতে বাড়ির বউরা ফিরে আসে তার জন্য থানার দ্বারস্থ হয়েছেন ওই পরিবারের বৃদ্ধ শ্বশুরমশাই। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পালিয়ে যাওয়া ওই দুই গৃহবধূর নাম মিঠু পাল এবং পবিত্রা পাল। এই দুই গৃহবধূর শ্বশুরমশাই দাবি করেছেন, প্রেমের জোয়ারে দুই গৃহবধূ কোথায় গিয়েছেন তা তারা জানেন না। তবে তারা যদি ফিরে আসতে চান তাহলে ওই পরিবারের কোনো আপত্তি নেই।
যে দুই যুবকের সঙ্গে ওই পাল পরিবারের দুই গৃহবধূ ঘর ছেড়েছেন সেই দুই যুবকের নাম বিশ্বজিৎ মন্ডল এবং শিবু মজুমদার। বিশ্বজিৎ মন্ডল একজন টোটো চালক। অন্যদিকে শিবু মজুমদার টোটো চালানোর পাশাপাশি স্থানীয় একটি চালের দোকানে কাজ করেন। পাল পরিবার সূত্রে জানা গিয়েছে পালিয়ে যাওয়া দুই বউ, মেজ বউ এবং ছোট বউ দুজনের স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন।
অভিযোগ, গত সপ্তাহের শনিবার ননদের বাড়ি যাওয়ার নাম করে এই দুই গৃহবধূ বাড়ি থেকে বের হন। বাড়ির ছোট বউ আবার তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে তারপর আর তারা ফেরেননি। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বজিৎ এবং শিবু দুজনের পরিবারের সদস্যরাও খুব ক্ষুব্ধ। তারাও ওই এলাকার বাসিন্দা।