Bajaj Chetak: আরো অত্যাধুনিক ফিচার সহযোগে নানা চমক নিয়ে বাজারে আসছে বাজাজ চেতক

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bajaj Chetak: আরো অত্যাধুনিক ফিচার সহযোগে বাজারে আসছে বাজাজ চেতক, থাকবে নানা চমক। বর্তমানে পেট্রোল, ডিজেলের দাম উর্ধ্বমুখী হয়েই রয়েছে। সামান্যতম দাম কমার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে গাড়ি চালানোর খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে। কারণ সে ক্ষেত্রেও বেড়েছে ভাড়া। জ্বালানির দাম বাড়লে ভাড়া বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু প্রতিনিয়ত সেই ভাড়া জোগাড় করতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে অত্যন্ত জনপ্রিয় ইলেকট্রিক গাড়িগুলি। বিভিন্ন সংস্থা সাধারণের কথা মাথায় রেখে একের পর এক ইলেকট্রিক গাড়ি বাজারে নিয়ে আসছে। বাজাজ চেতক (Bajaj Chetak) ইলেকট্রিক স্কুটারটি এর মধ্যে অন্যতম।

Advertisements

এখনো পর্যন্ত যতগুলি ইলেকট্রিক স্কুটার লাঞ্চ করা হয়েছে তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি মডেল হল বাজাজ চেতক (Bajaj Chetak)। এই গাড়িটিকে নতুন করে আপডেট করা হতে চলেছে। তথ্যসূত্রে জানা গেছে, খুব শীঘ্রই বাজাজ চেতকের আপডেশন মডেল লঞ্চ করা হবে। গাড়িটি নতুন এবং আধুনিক ব্যাটারি সাপোর্ট সহযোগে বাজারে আসবে। বাজাজ চেতকের নতুন আপডেটেড মডেল বাজজ চেতক ৩২০১ এ এমন একটি স্পেশাল এডিসিশনের ব্যাটারি ব্যবহার করা হবে যা যেকোন রেঞ্জে কার্যকরী। এর ফলে গাড়ির রেঞ্জ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রেঞ্জ বৃদ্ধির পাশাপাশি বৃদ্ধি পাবে সেলগুলির মেয়াদও।

Advertisements

অত্যন্ত জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার বাজাজ চেতকের (Bajaj Chetak) নতুন আপডেটেড মডেলটিতে বেশ কিছু পরিবর্তন আনা হতে চলেছে। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল গাড়ির ব্যাটারিটি বাজাজের অন্য গাড়িগুলিতে ব্যবহৃত ব্যাটারিগুলির তুলনায় নতুন ব্যাটারিটি অনেক বেশি এনার্জি যুক্ত। নতুন এই ব্যাটারি গাড়ির রেঞ্জ অনেকটা বাড়িয়ে দিতে পারে। ১২৬ কিলোমিটার রেঞ্জ যুক্ত গাড়িকে ১৩৫ কিলোমিটার রেঞ্জের করে তুলতে পারে অনায়াসে। এই গাড়িটিতে নতুন সেলও ব্যবহার করা হয়েছে। আর এই কারণেই গাড়িটির নতুন নামকরণ করা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Advertisements

আরো পড়ুন: হুজুগে পড়ে BSNL 5G Ready সিম কিনছেন, পস্তাতে হতে পারে

বাজাজ চেতকের (Bajaj Chetak) আগের মডেল অর্থাৎ বাজাজ চেতক ২৯০১ এ একটি ২.৯ কিলোওয়াট প্রতি আওয়ারের ব্যাক আপ যুক্ত ব্যাটারি ব্যবহার করা হতো। শুরুর দিন থেকে আজ অব্দি এই মডেলটি বেস্ট সেলিং স্কুটার হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। বর্তমানে এই মডেলটির শোরুম প্রাইস রয়েছে ১.২৯ লক্ষ টাকা। তবে আধুনিক মডেল অর্থাৎ বাজাজ চেতক ৩২০১ আরও অনেক আধুনিক একটি ব্যাটারি ব্যাকআপ লাগানো হবে।

এই মুহূর্তে গাড়ি প্রস্তুত কারক সংস্থাগুলির মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা লেগেই রয়েছে ইলেকট্রিক স্কুটার নিয়ে। কে কত কম খরচে কত বেশি ফিচার যুক্ত গাড়ি বাজারে লঞ্চ করতে পারবে? তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে। সব থেকে কম খরচে অত্যাধুনিক ফিচার্স নিয়ে আসার চেষ্টা করছে প্রত্যেকটা সংস্থা। বাজাজও পিছিয়ে নেই। তারাও আরো সস্তা ভ্যারিয়েন্ট নিয়ে আসার পরিকল্পনা প্রকাশ করেছে সংস্থা। ২০২৪ সালের জুলাই মাসেই লঞ্চ করা হয়েছিল বাজাজ চেতক (Bajaj Chetak)। এখনো পর্যন্ত গাড়িটির ১৭ হাজার ৬৪২ ইউনিট বিক্রি করা সম্ভব হয়েছে সংস্থার পক্ষে।

Advertisements