Bajaj Markets Personal Loan: লোন নিয়ে চিন্তার দিন শেষ! সহজেই টাকার ব্যবস্থা করবে এই সংস্থা

Bajaj Markets is providing personal loan easily: হঠাৎ অনেক বড় অ্যামাউন্ট এর টাকার প্রয়োজন হয়ে পড়েছে, কিন্তু এতগুলো টাকা একসঙ্গে কার কাছ থেকে চাইবেন সেই নিয়ে চিন্তিত! ব্যাংক থেকে টাকা নিতে গেলে সেটা সময় সাপেক্ষ হয়ে দাঁড়াবে। অনেক ঝোক্কিও সামলাতে হবে। এখন উপায়? আর কোনো চিন্তা নেই এই সমস্ত সমস্যার সমাধান করতে এক দুর্দান্ত অফার নিয়ে এসেছে বাজাজ মার্কেটস (Bajaj Markets Personal Loan)। এই সংস্থার মাধ্যমে আপনি খুব সহজেই ব্যক্তিগত লোন নিতে পারবেন।

বাজাজ ফাইন্যান্সের নিয়ন্ত্রণাধীণ সংস্থা বাজাজ মার্কেটস (Bajaj Markets Personal Loan) বেশ কিছুদিন ধরে ব্যক্তিগত লোন দিচ্ছে সাধারণ মানুষকে। বর্তমানে প্রায় ১৫ টি প্লাটফর্ম থেকে এই লোন দেওয়ার কাজ করছে বাজাজ মার্কেটস। ভোটার কার্ড, আধার কার্ডের মতন সাধারণ পরিচয় পত্র ও আয়ের নথি থাকলেই লোন পাওয়া যায় এই সংস্থা থেকে। আবেদন করার প্রায় সাথে সাথেই লোনের টাকা হাতে পেয়ে যান আবেদনকারী। বেতন ভোগী বা যেকোনো স্বনির্ভর ব্যক্তিকেই লোন দিয়ে থাকে এই সংস্থা।

প্রসঙ্গত উল্লেখ্য, ব্যক্তিগত লোন নেবার ক্ষেত্রে গ্রাহকের বা আবেদনকারীর ক্রেডিট স্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যক্তিটি আগে যদি কোন লোন নিয়ে থাকে তবে সেটি সঠিক সময়ে শোধ করেছে কিনা সেটি খতিয়ে দেখা হয়। কোন ব্যক্তির ক্রেডিট স্কোর যত ভালো হবে তার পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদের হার কমাতে তা সাহায্য করবে। ব্যক্তিগত লোন দেবার ক্ষেত্রে বাজাজ মার্কেটস (Bajaj Markets Personal Loan) ক্রেডিট স্কোর রেখেছে ৭৫০। গ্রাহকের কাছে এই সংখ্যা থাকলেই তুলনামূলক কম সুদে ব্যক্তিগত লোন নিতে পারেন এই ফিনটেক কোম্পানির কাছ থেকে।

আরও পড়ুন 👉 Home Loan BoI: এবার অনেক সহজে মিলবে হোম লোন, কমবে EMI কস্টও, দারুণ অফার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার

অফলাইনে সংস্থার কার্যকরী অফিস থেকে এবং অনলাইনে নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারেন যেকোনো গ্রাহক। সমস্ত নথিপত্র ঠিক থাকলে কয়েক ঘন্টার মধ্যেই লোনের টাকা আবেদনকারীর ব্যাংক একাউন্টে ঢুকে যাবে। গত কয়েক বছরে ভারতীয় বাজারে ফিনটেক কোম্পানিগুলির ব্যবসা দ্রুতগতিতে বেড়েই চলছে। আর এই তালিকায় প্রথম সারিতেই রয়েছে বাজাজ মার্কেটসের নাম। ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায় এই সংস্থার মাধ্যমে। এর মধ্যে ব্যক্তিগত লোন ছাড়াও ক্রেডিট কার্ড, বীমা, পকেট বীমা ও ভ্যালু, এডেড সার্ভিস ও ভিএএস উল্লেখযোগ্য।

এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের স্কিমে বিনিয়োগ করার সুযোগ। বাজাজ মার্কেটস (Bajaj Markets Personal Loan) এর সাথে অনেক নামি ব্র্যান্ডের অংশীদারিত্ব থাকায় ফাইন্যান্স সুপারমার্কেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এই সংস্থা। আর্থিক ব্যবসা ছাড়াও টিকফিনের কাজেও নিজেদের জায়গা করে নিয়েছে বাজাজ মার্কেটস ডিজিটাল অ্যাপ্লিকেশন, ডেটা ইঞ্জিনিয়ারিং, এন্টারপ্রাইজ সলিউশন, বিজনেস অ্যানালিটিক্স, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং ও ক্লাউডের মতো বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে বাজাজ মার্কেটস।