Home Loan BoI: এবার অনেক সহজে মিলবে হোম লোন, কমবে EMI কস্টও, দারুণ অফার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার

নিজস্ব প্রতিবেদন : প্রত্যেক মানুষেরই শখ থাকে নিজের মনের মতো একটি বাড়ি তৈরি করার। কিন্তু পর্যাপ্ত অর্থের অভাবে সেই স্বপ্ন সকলের পক্ষে পূরণ করা সম্ভব হয় না। তবে অনেকেই রয়েছেন যারা নিজেদের স্বপ্নপূরণ করার জন্য অর্থাৎ স্বপ্নের মত বাড়ি তৈরি করার জন্য ব্যাঙ্ক থেকে হোম লোন (Home Loan) নিয়ে থাকেন। এবার এই ধরনের হোম লোন যারা নিতে চান তাদের জন্য খুশির খবর দিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Home Loan BoI)।

হোম লোন নিয়ে বাড়ি তৈরি করার স্বপ্নপূরণ করলেও মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা শোধ করতে হয় ঋণগ্রহীতাদের। যে কারণে কোন ব্যাংক সবচেয়ে সস্তায় হোম লোন দিচ্ছে সেই খোঁজ ঋণ নেওয়ার আগে ঋণগ্রহীতাদের সন্ধান করতে দেখা যায়। এইসব ক্ষেত্রে এবার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের ডবল অফার দিচ্ছে।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এবার তাদের গ্রাহকদের একদিকে যেমন ঋণের উপর সুদের পরিমাণ কমানো হয়েছে ঠিক সেই রকমই আবার ঋণ নেওয়ার সময় যে প্রসেসিং ফি দিতে হয় তার উপরও ছাড়ের ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন ঘোষণা রীতিমত হোম লোন গ্রহীতাদের একের পর এক নতুন সুখবর দেওয়া হয়েছে।

আরও পড়ুন 👉 PM Suraj Scheme: ব্যবসা শুরু করতে টাকা নিয়ে চিন্তার দিন শেষ! ঋণ দিতে নতুন পোর্টাল লঞ্চ করল কেন্দ্র

ব্যাংকের তরফ থেকে নতুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তে বলা হয়েছে, আগে যেখানে ঋণগ্রহীতাদের ৮.৫% সুদ দিতে হতো সেই জায়গায় এখন সুদ দিতে হবে ৮.২%। অর্থাৎ লক্ষ লক্ষ টাকা হোম লোন নেওয়ার পরিপ্রেক্ষিতে ইএমআই (EMI) অনেকটাই কমে যাবে। এর ফলে যারা ঋণ নেবেন তাদের প্রতি মাসে টাকা দেওয়ার পরিমাণ কমবে অর্থাৎ ইএমআই কস্ট কমবে। হোম লোন গ্রহীতাদের এমন পদক্ষেপ নেওয়ার পরিপ্রেক্ষিতে অনেকটাই সুবিধা হবে।

ঋণের উপর সুদের পরিমাণ কমানোর পাশাপাশি ব্যাংকের তরফ থেকে আরও একটি বড় ঘোষণায় জানানো হয়েছে, প্রসেসিং ফি একেবারেই দিতে হবে না। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে হোম লোন গ্রহীতাদের প্রসেসিং ফি পুরোপুরি ছেড়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। তবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হোম লোনের উপর এমন দুর্দান্ত সুযোগ নিতে হলে গ্রাহকদের আগামী ৩১ মার্চ ২০২৪ এর মধ্যেই আবেদন করতে হবে।