PM Suraj Scheme: ব্যবসা শুরু করতে টাকা নিয়ে চিন্তার দিন শেষ! ঋণ দিতে নতুন পোর্টাল লঞ্চ করল কেন্দ্র

PM Suraj Scheme gives money to start business: এখন আর কেউ একেবারে বেরোজগারে হয়ে ঘরে বসে থাকতে ভালোবাসে না। উপার্জন কম হলেও কিছু না কিছু করা চাই। আর এই ইচ্ছাশক্তি থেকে সম্প্রতি ব্যবসা করার দিকে ঝোঁক বাড়ছে সাধারণ মানুষের। আপনিও কি ব্যবসাকে নিজের রুজি রোজগারের মাধ্যম বানাতে চাইছেন! নিজের একটা নতুন স্টার্টআপ বিজনেস চালু করতে চাইছেন! কিন্তু যথেষ্ট পুঁজির অভাবে পিছিয়ে আসতে হচ্ছে বারবার? আর কোন চিন্তা নেই। ব্যবসা করার জন্য ঋণ দেবে কেন্দ্র সরকার এমনই এক নতুন প্রকল্প (PM Suraj Scheme) নিয়ে এসেছে কেন্দ্র।

লোকসভা ভোট শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি আর ঠিক এই সময়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হয়েছে এক বিশেষ ঘোষণা। সাফাই কর্মী হোক বা কোন অনগ্রসর শ্রেণী আর্থিক সুবিধা থেকে বঞ্চিত যে কোন মানুষের পাশে দাঁড়াতে এক নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। “পিএম সুরাজ” (PM Suraj Scheme) বলে একটি নতুন পোর্টাল খুলেছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যার মাধ্যমে এক লাখ তরুণ তরুণীকে ঋণ দেবে ভারতের কেন্দ্র সরকার। ব্যাংকিং অথবা ননব্যাংকিং কোন সংস্থার মাধ্যমে লোন নিতে পারবেন সাধারণ মানুষ।

সম্প্রতি সামাজিক উত্থান ইভাম রোজগার আধারিত জনকল্যাণ বা “পিএম সুরাজ” (PM Suraj Scheme) নামে একটি পোর্টাল চালু করেছে মোদি সরকার এর মাধ্যমে এক লাখ তরুণ তরুণীকে ঋণ দেওয়া হবে। সূত্রের খবর অনুযায়ী ঋণ পাওয়া যাবে যে কোন ব্যাংকিং অথবা ননব্যাঙ্কিং সংস্থা থেকে এখানে আবেদন করতে পারবেন ভারতের যে কোন রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলের আর্থিকভাবে পিছিয়ে পড়া যুবক যুবতীরা।

আরও পড়ুন 👉 Largest grain storage yojana: কৃষকের জন্য বড় সুখবর, উদ্বোধন হল বিশ্বের সবচেয়ে বড় শস্যভান্ডার যোজনার, মিলবে এইসব সুবিধা

নতুন এই পোর্টালটি (PM Suraj Scheme) উদ্বোধন করার পর তপশিলি জাতি বা সমাজের বঞ্চিত অন্যান্য জাতির ছেলে মেয়ের সাথে, সাফাই কর্মী বা আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু তরুণ তরুণীর সাথে দেখা করেন নরেন্দ্র মোদি। তাদের সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনমতো পরামর্শও দেন। কেন্দ্রীয় আধিকারিকদের মতে সমাজের প্রান্তিক অংশকে অগ্রসর করার উদ্দেশ্যেই এমন উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। লোনে প্রাপ্ত অর্থ দিয়ে নতুন কোন ব্যবসা শুরু করতে পারেন বা কর্মসংস্থানের জন্য অন্য কোন কাজেও এই অর্থ ব্যবহার করা যেতে পারে যার দ্বারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রা একটু হলেও সচ্ছল হতে পারে।

এর আগে “পিএম বিশ্বকর্মা” বলে একটি প্রকল্প চালু করেছিলেন নরেন্দ্র মোদি বিশ্বকর্মা পুজোর দিনই। সেখানে নামমাত্র সুদের বিনিময়ে ৩ লাখ টাকা পর্যন্ত লোন নেওয়া যেত। এই প্রকল্পের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন ও ফর্ম ফিলাপের মধ্য দিয়ে আবেদন করতে পারেন অথবা ব্যাংকে গিয়ে অফলাইনেও আবেদন করে আসতে পারেন। এছাড়াও পথ দুর্ঘটনায় আহতদের পাশে থাকার জন্য “গোল্ডেন আওয়ার স্কিম” চালু করার ঘোষণাও করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। “আয়ুষ্মান ভারতের” আওতায় মিলবে এই প্রকল্পের সুবিধা।