Largest grain storage yojana: কৃষকের জন্য বড় সুখবর, উদ্বোধন হল বিশ্বের সবচেয়ে বড় শস্যভান্ডার যোজনার, মিলবে এইসব সুবিধা

নিজস্ব প্রতিবেদন : ২০১৪ সালে কেন্দ্র সরকারের পরিবর্তনের পর দেশে বিভিন্ন ক্ষেত্রে এসেছে বিভিন্ন পরিবর্তন। কেন্দ্রে বিজেপি সরকার শাসক দল হিসেবে বসতেই এই সকল পরিবর্তন দ্রুত গতিতে লক্ষ্য করা যায়। অর্থনৈতিক থেকে শুরু করে অন্যান্য দিক দিয়ে এখন দেশ অনেক উন্নত জায়গায় পৌঁছে গিয়েছে। এসবের মধ্যেই এবার উদ্বোধন হলো বিশ্বের সবচেয়ে বড় শস্যভান্ডার যোজনার (Largest grain storage yojana)।

লোকসভা ভোট সামনে আসতেই সম্প্রতি কেন্দ্র সরকারকে বিভিন্ন নতুন নতুন প্রকল্প আরও দ্রুতগতির সঙ্গে উদ্বোধন করতে দেখা যাচ্ছে। এসবের মধ্যেই শনিবার অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে বড় শস্যভান্ডার যোজনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সরকারি ক্ষেত্রে এত বড় শস্যভান্ডার বিশ্বের আর কোন দেশে নেই বলেই জানা যাচ্ছে সূত্র মারফত।

খাদ্য সামগ্রী মজুত করার জন্য দেশের ১১ টি রাজ্যে প্রাথমিক কৃষি ঋণ সমিতি (PAC) দ্বারা ১১ টি গোডাউনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন প্রকল্পের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে ১.২৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে আগামী পাঁচ বছরে ৭০০ লক্ষ টন খাদ্য সামগ্রী মজুত করার ক্ষমতা তৈরি করবে।

আরও পড়ুন 👉 Famous Leaders list of World: বাইডেনও না, পুতিনও না, ফের এত শতাংশ ভোট পেয়ে বিশ্বের জনপ্রিয় নেতা মোদিই

কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য আগামী দিনে দেশে হাজারটি ওয়্যারহাউস ও গোডাউন তৈরি করা হবে। এই সকল গোডাউন তৈরি করার কাজ করবে প্রাথমিক কৃষি ঋণ সমিতি। এর পাশাপাশি দেশে যে ১৮ হাজার প্রাথমিক কৃষি ঋণ সমিতি রয়েছে সেগুলিও কম্পিউটার নির্ভর হতে পারে সেই বিষয়টির উপর নজর রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন একটি প্রজেক্টেরও শিলান্যাস করলেন।

কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কৃষকরা আরও বেশি পরিমাণে তাদের উৎপাদিত ফসল সঞ্চয় করতে পারবেন। আর এর পরিবর্তে কৃষকদের আরও বেশি করে ঋণ দেওয়া হবে। অন্যদিকে যখন ফসলের দাম বৃদ্ধি পাবে তখন সুযোগ বুঝে কৃষকরা তাদের ফসল বিক্রি করার সুযোগ পাবেন। এর ফলে ফসলের দাম না পেয়ে কৃষকদের যে আর্থিক অবনতি হচ্ছিল সেই পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। এছাড়াও দেশের মাটিতে উৎপাদিত ফসল অযথা নষ্ট হবে না এবং ভারতীয়দের কাছে আগামী দিনে খাদ্যশস্যের অভাব কি জিনিস তা থাকবে না।