Balurghat Airport: বালুরঘাটের বাসিন্দাদের জন্য সুখবর! ছাড়পত্র মিলতেই বিমানবন্দর তৈরি এখন শুধু সময়ের অপেক্ষা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Airport of Balurghat is going to open very soon: আগামী বছর রাজ্যবাসী পেতে চলেছে দুর্দান্ত সুখবর। এই রাজ্যের অন্য আরেকটি বিমানবন্দরে শুরু হতে চলেছে পরিষেবা। নতুন এই বিমানবন্দরের নাম হলো বালুরঘাট বিমানবন্দর (Balurghat Airport)। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এই পরিষেবা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে জোরকদমে। নতুন চালু হওয়া এই বিমানবন্দর সম্পর্কে জেলা প্রশাসক বলেছেন যে, এই নতুন বিমানবন্দর থেকে আগামী কয়েক মাসের মধ্যেই শুরু করা যাবে বিমান চলাচল।

Advertisements

বালুরঘাটের বিমানবন্দরটি অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মাহিনগর এলাকাতে। জানলে অবাক হয়ে যাবেন যে বালুরঘাট বিমানবন্দরে (Balurghat Airport) শেষ বিমান চলাচল করেছিল প্রায় আশির দশকে এবং এই বিমানবন্দরটি প্রায় ৫০ একর জমিতে গড়ে তোলা হয়েছিল। খুব শিগগিরই আবারো রাজ্যবাসীকে পরিষেবা দিতে চলেছে বালুরঘাট বিমানবন্দর। নতুন আশার আলোর সঞ্চার হয়েছে রাজ্য বাসের মনে।

Advertisements

৮০ দশকের পর থেকে কিন্তু বিস্তীর্ণ জমি, এয়ার স্ট্রিপ, প্যাসেঞ্জার লাউঞ্জ, এয়ার ট্র্যাফিক-সহ বিমান পরিষেবার সমস্ত সুবিধাযুক্ত বালুরঘাট বিমানবন্দরটি (Balurghat Airport) পরিত্যক্ত অবস্থাতেই ছিল। শুধুমাত্র রাজ্যে জনগণের চাহিদার উপর নির্ভর করেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার নতুন করে গড়ে তুলতে চলেছেন এই বিমানবন্দরটি। তৃণমূল সরকারের তৎপরতায় ২০১৬ সালের প্রথমদিকে এই বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করে পূর্ত দপ্তর। শুধুমাত্র বিমানবন্দরের ভেঙ্গে যাওয়া রানওয়ে থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু একেবারে নতুনভাবে তৈরি হয় এবং এতে খরচ হয়েছে ১১ কোটি ৩৫ লক্ষ টাকা।

Advertisements

আরও পড়ুন ? আরও সহজ হচ্ছে উত্তরবঙ্গ সফর! শিয়ালদহ থেকে নতুন ট্রেন দিল রেল, জানুন সময়সূচি

নতুনভাবে সংস্করণের কাজ শেষ হয়েছে কয়েক বছর আগেই। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ও রাজ্যের পরিবহণ দপ্তরের আধিকারিকরা ২০২২ সালে এই বিমানবন্দরটি পরিদর্শনে আসেন। তারা জেলা ভূমি সংস্কার দপ্তরকে নিয়ে এই বিমানবন্দর পরিদর্শন করেন। এখানকার ১৩৮০ মিটারের রানওয়েকে ১৮০০ মিটার করা হয়। অভিযোগ উঠেছিল যে এত কিছু সত্বেও কেন্দ্রের তৎপরতার অভাবেই এই বিমানবন্দর (Balurghat Airport) থেকে বিমান চলাচল শুরু হচ্ছিল না।

সেইসব সমস্যা সমাধান ঘটেছে। জেলা প্রশাসন কিন্তু নতুনভাবে বিমানবন্দরটি চালু করার জন্য বেশ তৎপর। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা কি বলেছেন এই ব্যাপারে? বর্তমানে বালুরঘাট এয়ারপোর্ট কিন্তু বেশ ভালো পর্যায়ে রয়েছে। শুধুমাত্র রানওয়ে নয় এর পরিকাঠামো যথেষ্ট পরিমাণে উন্নত। রাজো সরকার এই বিমানবন্দরটি থেকে বিমান চলাচল করাতে বর্তমানে খুবই আগ্রহী। মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি বারবার উল্লেখ করেছেন। পরিবহন দপ্তর জোড় কদমে শুরু করে দিয়েছে এর কাজ আশা করা যাচ্ছে আগামী বছরই রাজ্যবাসী পরিষেবা পেতে পারবে নতুন বিমানবন্দরের।

Advertisements