বন্ধন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, FD-তে দিচ্ছে অবাক করা সুদ, বিশ্বাস হবে না

নিজস্ব প্রতিবেদন : এসে দিন দিন মুদ্রাস্ফীতি বেড়ে চলার কারণে গত মে মাস থেকে রেপো রেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দফায় দফায় রেপো রেট বৃদ্ধি করার ফলে বর্তমানে এর পরিমাণ দাঁড়িয়েছে ৫.৯০ শতাংশ। রেপো রেট বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে সুদের পরিমাণে পরিবর্তন এসেছে।

বিভিন্ন রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের মতো এবার ফিক্সড ডিপোজিটে সুদের পরিমাণ বৃদ্ধি করল বন্ধন ব্যাঙ্ক। ২ কোটি টাকার নিচে যে সকল বিনিয়োগকারীরা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে থাকেন তাদের জন্য নতুন সুদের হার কার্যকর করা হয়েছে ৭ নভেম্বর অর্থাৎ সোমবার থেকে। নতুন সুদের হারের পরিপ্রেক্ষিতে যা সুদ দেওয়া হচ্ছে তা সত্যিই অবাক করা।

ফিক্সড ডিপোজিটে যে সকল স্কিম রয়েছে সে সকল স্কিমের মধ্যে এই ব্যাঙ্কের ৬০০ দিনের একটি স্কিমে সবচেয়ে বেশি সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমে সাধারণ নাগরিকরা বিনিয়োগ করে থাকলে ৭.৫০ শতাংশ সুদ পাবেন। আবার একই স্কিমে যদি প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করেন তাহলে তারা আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়তি সুদ অর্থাৎ ৮% সুদ পাবেন।

৭ দিন থেকে ৩০ দিনের FD-তে সাধারণ নাগরিকরা পাবেন ৩ শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৩.৭৫ শতাংশ। ৬০১ দিন থেকে ৫ বছরের কম মেয়াদের FD-তে সাধারণ নাগরিকরা পাবেন ৭ শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৭.৫০ শতাংশ। ৫ বছর থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকদের সুদ দিচ্ছে ৫.৬ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৬.৩৫ শতাংশ।

বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে তাদের গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিটে যে সুদ দেওয়া হচ্ছে তা অন্যান্য ব্যাঙ্কের সুদের পরিমাণকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। এক্ষেত্রে কোন গ্রাহক এখানে ফিক্সড ডিপোজিট করতে চাইলে তারা ব্যাঙ্কের শাখায় গিয়ে অথবা বন্ধন ব্যাঙ্কের মোবাইল অ্যাপ থেকেও ফিক্সড ডিপোজিট খুলতে পারবেন।