Bangladesh High Price: ১৫ বছরের রেকর্ড ভেঙে বাংলাদেশের অবস্থা শোচনীয়, ভারতীয় অপমানের জবাব পেল তারা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bangladesh High Price: বর্তমানে বাংলাদেশের ক্রমশই বেড়ে চলেছে ভারত বিদ্বেষ। দিন যত অতিক্রম করছে ততই মূল্যস্ফীতির চাপে হাঁসফাঁস করছে বাংলাদেশের সাধারণ মানুষ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন খুবই শোচনীয়। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মৌলবাদী শাসন একেবারে জাঁকিয়ে বসেছে। আর একদিন বাদেই শেষ হয়ে যাবে চলতি বছর এবং এই বছরে মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি কেঁদেছে উপভোক্তারা। হাসিনা সরকারের পতনের পর মুদ্রাস্ফীতি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিগত ২ বছর ধরেই বাংলাদেশের বাজার ছিল নিয়ন্ত্রণের বাইরে। বাংলাদেশের বাজারকে নিয়ন্ত্রণ করতে পারেনি হাসিনা সরকার।

Advertisements

হাসিনা সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি এ কথা সত্যি কিন্তু মূল্যস্ফীতির (Bangladesh High Price) সঠিক তথ্য লুকিয়ে রাখতে তারা সক্ষম হয়েছিল। যতই বাজার অস্থিতিশীল হোক, পণ্যের দাম বাড়ুক, মূল্যস্ফীতির হার ১০ শতাংশের নীচেই দেখাতে বাধ্য হয় সরকার নিয়ন্ত্রিত বিবিএস। সম্প্রতি আওয়ামী সরকারেরই আরেক সংস্থা জানিয়েছে যে, বাস্তব মূল্যস্ফীতি ১৫ শতাংশের বেশি ছিল ।

Advertisements

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গত দুই বছরের মূল্যস্ফীতির (Bangladesh High Price) তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের মে মাসে দেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল ৯.৯৪ শতাংশ, কিন্তু এর উপরে উঠতে দেখা যায়নি। আবার গত বছর অক্টোবর মাসে মুদ্রাস্ফীতির পরিসংখ্যান ছিল ৯.৯৩ শতাংশ। চলতি বছরের মে মাসে রিপোর্ট অনুযায়ী জানা যায় মুদ্রাস্ফীতি ছিল ৯.৮৯ শতাংশ। গত বছর জুনে বাংলাদেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যার ফলে পণ্য ক্রয়ের ক্ষমতা সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে।

Advertisements

আরও পড়ুন:BangladeshBangladesh: ভারতের বিরোধিতা করে এবার নিজেই বিপদে পড়লেন ইউনূস

কিন্তু বিবিএস পরিসংখ্যান অনুযায়ী হিসাব দিয়েছিল যে, জুনে মূল্যস্ফীতি মাত্র ৯.৭২ শতাংশ! সরকারের পতন হলে আগস্ট মাসে যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয় তখন প্রকৃত মূল্যস্ফীতির (Bangladesh High Price) তথ্য দেওয়া হয়। সেই তথ্য অনুযায়ী দেখা যায় জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ১১.৬৬ শতাংশ।

বিবিএসের তরফ থেকে যে তথ্য পাওয়া যায় সেটা অনুযায়ী, বাংলাদেশের সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছিল জুলাই মাসে। খাদ্যে মূল্যস্ফীতিও গত ১৬ বছরের মধ্যে রেকর্ড ছাড়ায়। ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে মূল্যস্ফীতি অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। প্রথমবারের মতো দুই অঙ্ক ছাড়িয়ে এখন হল ১১.৬৬ শতাংশ, যেখানে খাদ্য মূল্যস্ফীতি ১৪.১০ শতাংশ। এর আগে হাসিনা সরকার ক্ষমতায় যাওয়ার আগে ২০০৭-০৮ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি ঠেকেছিল ১২.৩ শতাংশ, আর খাদ্য মূল্যস্ফীতি ঠেকেছিল ১৬.৭২ শতাংশে।

Advertisements