মাথায় হাত যাত্রীদের! ফের বাড়ল ভারত বাংলাদেশ ট্রেন ভাড়া, দেখে নিন নতুন রেট চার্ট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতের ক্ষেত্রে অধিকাংশ মানুষকে দেখা যায় ট্রেনের (Train) উপর নির্ভর করতে। বিশেষ করে ভারত বাংলাদেশের মতো দেশগুলিতে এই নির্ভরশীলতা সবচেয়ে বেশি। মূলত খরচ কম এবং স্বাচ্ছন্দে যাতায়াতের জন্য রেল পরিষেবাকে (Rail Service) অধিকাংশ মানুষ বেছে নেন। তবে এবার ভারত বাংলাদেশ (India Bangladesh train) যাতায়াতের ক্ষেত্রে ট্রেন খরচ কয়েকগুণ বেড়ে গেল।

Advertisements

ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করার তিনটি ট্রেন অর্থাৎ মৈত্রী এক্সপ্রেস (Maitree Express), বন্ধন এক্সপ্রেস (Bandhan Express) এবং মিতালী এক্সপ্রেস (Mitali Express), প্রত্যেকটির ভাড়া বৃদ্ধি করা হয়েছে। নতুন যে ভাড়া ধার্য করা হয়েছে তা আগামী ১০ অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন ভাড়া কার্যকর হওয়ার বিষয়ে বাংলাদেশ রেলওয়ের (Bangladesh Railway) তরফ থেকে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে মঙ্গলবার থেকেই নতুন ভাড়া কার্যকর হয়ে যাবে। এর আগে জুলাই মাসে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল এবং জুলাইয়ের পর ফের অক্টোবর মাসে ভাড়া বৃদ্ধি করা হলো।

Advertisements

ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করা তিনটি ট্রেনের ভাড়া বৃদ্ধি নিয়ে বাংলাদেশ রেলওয়ের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ার ফলেই ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস, খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেসের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। শ্রেণী ভেদে ১৫০ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি হয়েছে।

Advertisements

জুলাই মাসে ভাড়া বৃদ্ধির পর মৈত্রী এক্সপ্রেসের এসি কোচের ভাড়া ছিল ৪৭৯৫ টাকা এবং তা এখন বেড়ে দাঁড়াচ্ছে ৪৯০০ টাকা। আগে এসি চেয়ার কারের দাম ছিল ৩৫৩০ টাকা এবং এখন তা বেড়ে দাঁড়ালো ৩৬০০ টাকা।

বন্ধন এক্সপ্রেসের আগে এসি কোচের ভাড়া ছিল ২৯০০ টাকা। এই ভাড়া ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে এবং এখন নতুন ভাড়া দাড়াচ্ছে ২৯৫০ টাকা। এই ট্রেনটির এসি চেয়ার কারের ভাড়া ছিল ২২৬৫ টাকা এবং এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৩০০ টাকা।

মিতালী এক্সপ্রেসের এসি কোচের ভাড়া ছিল ৬৫৭০ টাকা এবং এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৬৭২০ টাকা। ভাড়া বেড়েছে ১৫০ টাকা। এসি সিটের ভাড়া ছিল ৪১৭৫ টাকা এবং এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪২৯০ টাকা। এসি চেয়ার কারের ভাড়া ছিল ৩৭৮৫ টাকা এবং তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৮৬০ টাকা।

Advertisements