Burimari Express: আরও সহজ হল বাংলাদেশ-নেপাল-ভুটান ভ্রমণ! চালু হল নতুন ট্রেন

Bangladesh-Nepal-Bhutan travel has become easier with the launch of Burimari Express: ভারতের সাথে যোগাযোগ আরো ভালো করার জন্য নতুন রুটে বাস চালানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ। সহজ হচ্ছে ভারত থেকে নেপাল ও ভুটান যাবার পথও। বাংলাদেশের ঢাকা থেকে খুব সহজে বুড়িমারী স্থলবন্দরকে ব্যবহার করে ভারতের উপর দিয়ে নেপাল ও ভুটান যেতে পারবেন সাধারণ মানুষ। বাংলাদেশ রেলওয়ে একটি নতুন এক্সপ্রেস ট্রেন চালু করেছে যার নাম “বুড়িমারী এক্সপ্রেস” (Burimari Express)। এই ট্রেনটি চালু হওয়ার পর শুধু যাত্রীদের যাতায়াতের সুবিধা হবে তাই নয়, বুড়িমারী স্থলবন্দরেরও বেশ উন্নতি হবে বলে আশা করা যায়।

ভারত ভুটান ও নেপালের সাথে বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানি করার সুবিধার জন্য বুড়িমারী এলাকায় একটি স্থলবন্দর স্থাপন করা হয় ১৯৮৮ সালে। বর্তমানে প্রস্তাবিত বুড়িমারী এক্সপ্রেস (Burimari Express) চালু হলে এই স্থলবন্দরটির সাথে যোগাযোগ অনেক উন্নত হবে ফলে আন্তর্জাতিক ব্যবসায়ীদের কাছে এই এলাকার চাহিদা আরো বাড়বে। ফলে দেশের আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুড়মারি একটি আন্তর্জাতিক স্থলবন্দর এই স্থলবন্দরের সাহায্যে ভারত, ভুটান, নেপাল ও বাংলাদেশের মধ্যে যাতার প্রতিদিন যাতায়াত করে কয়েকশো মানুষ। বুড়িমারী এক্সপ্রেস এই সমস্ত যাত্রীদের কাছে সুখবর বয়ে নিয়ে আসতে চলেছে। বিশেষ করে আন্তর্জাতিক ব্যবসায়ীরা নির্বিঘ্নে এই এক্সপ্রেসের মাধ্যমে সরাসরি ঢাকায় আসতে পারবেন।

আরও পড়ুন 👉 Bangladesh Medinipur Special Train: বছরে শুধু একদিন চলে এই ট্রেন, বাংলাদেশ থেকে সোজা আসা যায় পশ্চিম মেদিনীপুর

২০১১ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন এই ট্রেনটি চলার প্রস্তাব করা হয়। বুড়িমারী এক্সপ্রেস (Burimari Express) বুড়িমারী স্টেশন থেকে সরাসরি ঢাকা পর্যন্ত যাবে। লালমনিরহাট স্টেশনটিকে সংযোগস্থল হিসেবে ব্যবহার করছে রেল দপ্তর। লালমনিরহাট থেকে ঢাকার দূরত্ব 500 কিলোমিটার আর বুড়িমারী স্টেশন থেকে ঢাকার দূরত্ব প্রায় ৬০০ কিলোমিটার এটি বাংলাদেশের সবচেয়ে বড় রেলপথ হতে চলেছে। আপাতত ট্রেনটি লালমনিরহাট স্টেশন থেকে চলাচল শুরু করবে। তার কিছুদিনের মধ্যেই চলতি বছরেই ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে সরাসরি ঢাকা অব্দি যাবে।

বুড়িমারী এক্সপ্রেস (Burimari Express) চালু হওয়ার খবরটি বাংলাদেশ বাসীর কাছে অত্যন্ত আনন্দের হলেও একই সাথে তারা হতাশ হয়ে পড়েছেন। কারণ, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে সরাসরি ঢাকা অব্দি আসার কথা থাকলেও বর্তমানে তা লালমনিরহাট স্টেশন থেকে চলাচল শুরু করছে। ইতিমধ্যে ট্রেনটির টিকিট বিক্রি হওয়া শুরু হয়ে গেছে বুড়িমারী স্থলবন্দর সংলগ্ন এলাকার বাসিন্দারা অনেকেই এই টিকিট কেটেছেন কিন্তু তাদেরকে এই ট্রেন ধরার জন্য আসতে হবে লালমনিরহাট স্টেশন অব্দি আর এতেই এলাকাবাসী হতাশ হয়ে পড়েছে। তবে খুব শীঘ্রই এই ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকেই সরাসরি চলাচল করবে বলে বুড়িমারী এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করেছেন রেল দপ্তর।