নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে মানুষের হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া পৌঁছে যাওয়ার ফলে প্রতিনিয়ত নানান ধরনের ভিডিও আপলোড এবং ভাইরাল হতে দেখা যাচ্ছে। আপলোড এবং ভাইরাল হওয়া এই সকল ভিডিওর মধ্যে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা চা বানানোর।
চা এমন একটি পানীয় যা আপামর বাঙালির কাছে প্রিয়। সকালবেলায় ঘুম থেকে উঠে যেমন বাঙ্গালীদের চা প্রয়োজন হয় ঠিক তেমনি আবার বিকালবেলাতে বা সন্ধাতেও। চায়ে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আড্ডা এবং নানান আলোচনা। তবে সাধারণত আমরা লিকার চা, দুধ চা, গ্রিন টি ইত্যাদির কথা শুনেছি। কিন্তু কখনো ড্রাগন ফ্রুট দিয়ে চা বানানোর কথা শুনিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে চা বানানোর ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি ড্রাগন ফ্রুট দিয়ে চা বানানোর ভিডিও। যা রীতিমতো অবাক করা। এমন অবাক করা চা বানাতে দেখা গিয়েছে বাংলাদেশের এক বাচ্চাকে। সেই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
দ্য গ্রেট ইন্ডিয়ান ফুডি নামের একটি পেজ থেকে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, কিছু ড্রাগন ফলের পাল্প স্কুপ করে চায়ের কাপে মিশিয়ে আকর্ষণীয় করছেন ওই বাচ্চাটি। তারপর আবার ওই চায়ে ওই বাচ্চা মিশিয়ে দিচ্ছে কনডেন্সড মিল্ক।
এর আগেও এই ধরনের একটি চা বানানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছিল এক চা বিক্রেতা বিভিন্ন ধরনের ফল দিয়ে চা বিক্রি করছেন। আপেল, কলা সহ নামিদামি ফল চায়ের মধ্যে ফুটিয়ে তাকে চার বানাতে দেখা গিয়েছিল। তবে ড্রাগন ফ্রুট দিয়ে চা বানানোর এই যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা একটু হলেও আলাদা বলেই মনে করছেন সোশ্যাল মিডিয়ার দর্শকরা।