নিজস্ব প্রতিবেদন : এতদিন পর্যন্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যে সকল নিয়ম আমরা জানি তা হল, সেভিংস অ্যাকাউন্ট বা অন্য কোন অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমা রাখতে হয়। জমা রাখা সেই টাকার উপর ব্যাঙ্কের সুদের হারের ভিত্তিতে সুদ দেওয়া হয়ে থাকে। কিন্তু ভাবুন তো যদি কেবলমাত্র অ্যাকাউন্ট খুললেই নিজে থেকে টাকা জমা হয়ে যাবে তাহলে বিষয়টি কতটা আনন্দের। এই বিষয়টি অনেকেই কল্পনাতীত ভাবলেও সত্যি সত্যিই এবার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India) এমনই একটি অফার নিয়ে হাজির।
রাষ্ট্রয়াত্ত আর্থিক সংস্থা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন অফার দেওয়া শুরু করেছে মূলত দেশের মহিলাদের জন্য। ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুললেই সেই অ্যাকাউন্টে ব্যাংকের তরফ থেকে টাকা জমা করে দেওয়া হবে এমনটা কল্পনাতীত হলেও এবার এইরকমই সুবিধা দেওয়া হচ্ছে। মূলত সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য এমন অফার দেওয়া হচ্ছে ব্যাংকের তরফ থেকে। এই অফার অনুযায়ী ১৮ বা ১৮ বছরের ঊর্ধ্বের যেকোনো মহিলা অ্যাকাউন্ট খোলাতে পারবেন।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন অফার দেওয়ার ক্ষেত্রে যে প্রকল্প এনেছে তার নাম হলো নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট (Nari Shakti Savings Account)। অন্যান্য বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকেও এই ধরনের অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। তবে সম্প্রতি ব্যাংক অফ ইন্ডিয়া যে ঘোষণা করেছে তা রীতিমতো চমকপ্রদ। কেননা তাদের তরফ থেকে জানানো হয়েছে, তাদের ব্যাংকে কোন মহিলা এই ধরনের অ্যাকাউন্ট খুললে তাদের অ্যাকাউন্টে ব্যাংকের তরফ থেকে টাকা দেওয়া হবে।
আরও পড়ুন ? West Bengal: বড় সুখবর দিল রাজ্য! ডিসেম্বরেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে ৫০০০ টাকা
মূলত যে সকল মহিলারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় কাজের সঙ্গে যুক্ত তাদের এই অ্যাকাউন্ট খোলার জন্য আহ্বান জানানো হচ্ছে ব্যাংকের তরফ থেকে। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, যে সকল মহিলারা এই প্রকল্পের আওতায় তাদের ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ব্যাংকের তরফ থেকে ১০ টাকা করে উপহার দেওয়া হবে। অর্থাৎ আপনি অ্যাকাউন্ট খুলেই টাকা ভরেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন ১০ টাকা।
এছাড়াও এই সেভিংস অ্যাকাউন্ট যারা খুলবেন তাদের ব্যাংকের তরফ থেকে একগুচ্ছ সুবিধা দেওয়া হবে। যেসব সুবিধার মধ্যে রয়েছে এক কোটি টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা, ডিসকাউন্ট যুক্ত স্বাস্থ্য বীমা ইত্যাদি। এখন যদি কোন মহিলা এই নারীশক্তি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে তাকে তার নিকটবর্তী ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় যেতে হবে। আবার শাখায় না গিয়েও অনলাইনেও খোলা যাবে এই অ্যাকাউন্ট।